College Admission
একাদশ ২০২৩ ভর্তি ১ম পর্যায় রেজাল্ট দেখার নিয়ম (11th Admission Result)
একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত
একাদশ ২০২৩ ভর্তি ১ম পর্যায় রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম (11th Admission Result) – আসসালামু আলাইকুম একাদশ শ্রেণির ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 31 ডিসেম্বর রাত আটটায়। এই ফলাফল আপনি কিভাবে চেক করবেন এবং ফলাফল চেক করতে কি কি প্রয়োজন হবে সেটাই আপনাদেরকে এখন জানাবো এবং দেখাবো কিভাবে নিজের ফলাফল নিজে চেক করতে পারবেন।
একাদশ শ্রেণির ভর্তির প্রথম মেধা তালিকা চেক করতে পারবেন তো আমরা প্রথমে গুগলে যাব xiclassadmission gov bd Result এটা আমরা লিখে সার্চ করবো। দেখতে পাবেন এই ভিউ রেজাল্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করবেন নিউ রেজাল্ট করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন ভেরিফিকেশন কোড ক্লিক করবেন।
একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট কত তারিখে দিবে
আবেদন শুরু হয়েছে প্রথম পর্যায়ে একাদশ শ্রেণির ৮ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে আমরা যে কলেজগুলো চয়েস দিচ্ছি এক্ষেত্রে আমরা কয়টা কলেজে চান্স পেতে পারি? বা আমরা কিভাবে আমাদের ফলাফল দেখতে পারবো বা কত তারিখে ফলাফল প্রকাশ হবে এবং ফলাফল প্রকাশের পরবর্তী কাজ কি?
সে সম্পর্কে আমরা এই আর্টিকেলটি সুন্দরভাবে সাজিয়েছি। নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে দুইটা পয়েন্ট যদি খেয়াল কর একটা হচ্ছে 6.56.6 এখানে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ 31-12-202 অর্থাৎ তোমাদের এখানে একদম 31 তারিখে ফলাফলটা দিবে।
একাদশ ভর্তি ২০২৩ নিশ্চায়ন ও মাইগ্রেশন
ভার্সন গ্রুপ এবং কোটা আপনি যদি সাধারণ কটায় হয়ে থাকেন তাহলে জেনারেল লেখা থাকবে স্পেশাল তাহলে সেটা এরকম লেখা থাকবে। এটা যখন আপনি চান্স পাবেন চান্স পাওয়ার পরে এক জানুয়ারি থেকে ৮ জড়ানির মধ্যে ৩২৮ টাকা আপনাকে আবার নিশ্চয় দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিভাবে দিতে হবে সেটা আমি পরবর্তী আর্টিকেলে আপনাদেরকে জানাবো যে ৩২৮ টাকা আপনি কিভাবে জমা দিবেন।