Event

বাবা দিবসের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কিছু কথা ও শুভেচ্ছা

হ্যাপি ফাদার্স ডে অর্থাৎ বাবা দিবস

Rate this post

বাবা দিবসের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কিছু কথা ও শুভেচ্ছা | হ্যাপি ফাদার্স ডে অর্থাৎ বাবা দিবস। আমি আজকে বাবা সম্পর্কে কিছু কথা আলোচনা করতে চলেছি।বাবা হল একটি ব্যক্তি যিনি তার সমস্ত দুঃখ কষ্ট দিয়ে তার সন্তানদের মাথার ওপর ছাতার মতো লেগে থাকে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য সন্তানের ভালো-মন্দ সকল কিছু আঁকড়ে ধরে থাকে।

পৃথিবীতে বাবা ছাড়া আর অন্য কোন প্রাণী নেই যিনি সন্তানের জন্যে এত কষ্ট সহ্য করতে পারে মুখ বুজে। দিনশেষে বাবাকে সবার আড়ালে থাকতে যায়।। সে ব্যক্তিটি সবার সামনে আসেনা, কোন ধরনের বাহবা ভালোবাসা পায় না কারণ বাবা সবসময় নিস্বার্থভাবে সন্তানের জন্য পরিশ্রম করে যায় সবার পিছনে থাকে। ভালো থাকুক প্রতিটি বাবা।

হাপি ফাদার্স ডে

হ্যাপি ফাদার্স ডে বা বিশ্ব বাবা দিবস পালন করা হয়ে আসছে মধ্যযুগ থেকে। মধ্যযুগের ইউরোপের দেশগুলোতে, সারা বিশ্বের প্রায় সকল দেশেই এই দিবসটি পালন করা হয়ে থাকে। বলা যায় ইতিহাসের পাতা লেখা রয়েছে 1908 সালের 5 জুলাই থেকে আমেরিকায় এই দিবসটি প্রথম পালন করার কথা চিন্তা মাথায় আসে। তারপর থেকেই 20 শে জুন বিশ্ব বাবা দিবস পালন করা হয়। প্রায়ই সারা বিশ্বের 120 টি দেশের মতো দেশে 20 শে জুন বিশ্ব বাবা দিবস পালন করে আসছে।২০ জুন বাবা দিবস।

বিশ্ব বাবা দিবস

একজন বাবার তাৎপর্য অনেক, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনি উপন্যাস লিখতে বসলাম তা শেষ করতে পারবেন না বাবার সম্পর্কে লিখে।বাবা হলো মহান ব্যক্তি। বাবা হলো এক অদ্ভুত মায়াবী আবেগের নাম পৃথিবীর সকল বাবার কাধটা একটু বেশি চওড়া হয় তাই না? কারণ গোটা পরিবারের ভার একাই বহন করার সামর্থ্য রাখেন তিনি।

বাবা হলো বটবৃক্ষের মতো,যিনি সমস্ত ছায়া দিয়ে তোর পরিবারকে আটকে রাখেন বাবা হল অনুপ্রেরণাদায়ক একটা ব্যক্তি প্রতিটি সন্তানের কাছে তার বাবা একজন সুপার হিরো। সমস্ত কষ্ট সমস্ত দুঃখ ইত্যাদি তার পরিবারের উপর পড়তে দেয়না পরিবার তাকে আগলে রাখে সন্তানদেরকে মানুষের মত মানুষ করে।

  • আমাদের পৃথিবীতে বাবার একমাত্র ব্যক্তি যিনি তার চেয়ে তার সন্তানদেরকে বা তার পরিবারকে এগিয়ে রাখতে চান।
  • বাবার জীবনে যতই সমস্যা আসুক না কেন তিনি তার পরিবার বা সন্তানের ওপর পড়তে দেয়না।
  • বলা যায় বাবা ছাড়া জীবনটা অসম্পন্ন।
  • এ পৃথিবীতে বাবার মত দুটো ব্যক্তিকে পাওয়া অসম্ভব।

বিশ্ব বাবা দিবস

বাবাকে নিয়ে লিখতে বসলে আপনি লিখে শেষ করতে পারবেন না। বাবা হলো পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ব্যাক্তি যিনি তার সন্তানের নিজেকে অন্য কেউ আর সন্তানকে বা পরিবারের সকলকে এগিয়ে রাখতে চান।

সারা বিশ্বের মতো আমাদের দেশেও বাবা দিবস পালন করা হয় থাকে।২০ জুন বিশ্ব বাবা দিবস বা হাপি ফাদার্স ডে পালন করে আসছে।
আমরা মা দিবস সম্পর্কে প্রায় সবাই জানি কারণ মায়ের প্রতি ভালোবাসা সবাই তো বেঁচে থাকে এবং এদিকে আমরা বেশ উদযাপনের সাথে পালন করেআর বাবা মানুষ টা যেমন দিনটা যেমন পেছনে থেকে জায়াগা সবার আড়ালে থেকে যায়।

বাবা দিবসের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি,  শুভেচ্ছা

আমরা হয়তো কখনো বাবা কে বুকে জড়িয়ে ধরে বলতে পারিনা বাবা তোমায় ভালোবাসি কিন্তু আমরা বাবাকে অনেক বেশি ভালোবাসি। বাবার শাসন বাবার আদেশ নির্দেশ এগুলো আমাদের কাছে বিরক্ত হলেও সেগুলো আমাদের জন্য কতটা কল্যাণকর বয়ে আনে তা আমরা পরবর্তীতে বুঝতে পারি ছোটবেলায় এগুলো আমাদের বিরক্তির কারণ হলো পরবর্তীতে এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে যায়।

আসলে বাবা থাকাটাই ভাগ্যের ব্যাপার।আপনার মাথার উপর বাবা আছে তো আপনার মাথার উপর ছাদ রয়েছে ভরসা রয়েছে একটি আশীর্বাদ দেওয়ার হাত রয়েছে।ছোটো বেলায় বাবার আদেশ এগুলো আমাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু পরবর্তীতে যখন আমরা বড় হবে তখন বুঝতে পারি আসলে সেটি শাসন ছিল না সেটি ছিল আমাদেরকে ভালো মানুষ গড়ার কারিগর তার বাক্যগুলো এখন আমাদের জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ায় আমরা বড় হলে বুঝতে পারি বাবা কতটা আপন কতটা আমাদেরকে ভালোবাসতো।

সব কিছু করেও বাবার নামক ব্যক্তিটা সবার আড়ালে থেকে যায়। আমরা তার প্রাপ্য সম্মানটা আমরা অনেকে দিতে পারিনা বুঝতে পারিনা তার অবদান কতটুকু।সকল বাবা মা যেন ভালো থাকে আমরা সেই দোয়াই করি। বাবারা হল আসল সুপারহিরো তার সন্তানের জন্য। তিনি কতটা ত্যাগ স্বীকার করেন তা একটি মাত্র বাবাই জানে।বাবাদের প্রতি সম্মান রেখে সকল বাবাকে ভালোবাসি এবং সবাই সকল বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে এর শুভেচ্ছা। যেন সবাই একদিন বুকে বুক মিলিয়ে বলতে পারি তোমায় ভালবাসি বাবা।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button