National University

(Apply Link) জাতীয় বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনলাইন আবেদন

বিএড ভর্তি যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া ২০২৩

2.7/5 - (4 votes)

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনলাইন আবেদন – যেকোন দেশে মানুষদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থা প্রয়োজন। দেশের সরকার সাধারণত সঠিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনের জন্য কাজ করে থাকে। মাঠ পর্যায়ে শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য বাস্তবায়িত হয় শিক্ষকদের মাধ্যমে। তাই উপযুক্ত শিক্ষক বাছাই করা বা শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ কাজ।

এজন্য শিক্ষকদের জন্য বিভিন্ন কোর্সের ব্যবস্থা করা হয়। শিখন পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা, অধিকতর কার্যকরী উপায়ে পাঠদান ইত্যাদি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষিত করা হয়। বাংলাদেশেও শিক্ষকদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। এমনকি শিক্ষকদের জন্য প্রাতিষ্ঠানিক কোর্সের ব্যবস্থাও আছে। যেটায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগে প্রাধান্য দেয়া হয়। আজ আমরা এধরণের একটি প্রাতিষ্ঠানিক স্নাতক পর্যায়ের ডিগ্রির ব্যাপারে আলোচনা করবো। যেটা হচ্ছে বিএড(অনার্স) কোর্স।

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

শিক্ষা বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়েরর অধীনে স্নাতক ডিগ্রীর নামই হলো বিএড B.Ed (Bachelor of Education) শিক্ষাকতাকে যারা পেশা হিসেবে গ্রহন করতে চান বা এ পেশায় জড়িত তাদের জন্য এ কোর্স। বাংলাদেশের সকল সরকারি/বেসরকারী স্কুলকলেজে এ ডিগ্রীধারীদের ২য় শ্রেণীর স্কেলে বেতন প্রদান করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়েরর নিন্মোক্ত কোর্স গুলো বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজের মাধ্যমে পাঠদান করানো হয় 

1. B. Ed (one year), under National University

2. M. Ed (one year) under National University

3. B. Ed (Hon’s) (4 years) under National University

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএড ভর্তি যোগ্যতা 

জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত এর ভর্তি প্রক্রিয়া পরিচালনা করে। সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলে জিপিএ চতুর্থ বিষয়সহ ২.৫ করে মোট ৫.০০ পয়েন্ট থাকলে এ কোর্সের জন্য বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সকল শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। ২০১৫ সাল হতে এ কোর্সে জিপিএ স্কোরের ভিত্তিতে ভর্তি নেয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব সরকারিবেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সাধারণত যেসব বিষয় পড়ানো হয় তা হচ্ছে শিক্ষণ দক্ষতা, মাধ্যমিক শিক্ষা, শিক্ষাক্রম ও শিশুর ক্রমবিকাশ, শিখন, মূল্য যাচাই ও প্রতিফলনমূলক অনুশীলন, মৌলিক কম্পিউটার দক্ষতা এবং কর্মসহায়ক গবেষণা ইত্যাদি। এ ছাড়া বাংলা, ব্যবসায় শিক্ষা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, ধর্ম শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি ও তথ্য যোগাযোগপ্রযুক্তিসহ অন্যান্য বিষয়ও পড়ানো হয়।

এনইউ অধিভুক্ত যেসকল কলেজে পড়ানো হয় :

নিন্মোক্ত ১১ টি টিচার্স ট্রেনিং কলেজে জাঃ বিশ্বঃ এর অধীনে ০৪ বছর মেয়াদী বি.এড(অনার্স) পড়ানো হয়। 

  • সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকাআসন ১১০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), ময়মনসিংহ;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহআসন ১০০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুরআসন ৫০ টি; 
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লাআসন ১০০ টি; 
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটআসন ১০০ টি; 
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীআসন ৭৫ টি ;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুরআসন ১০০ টি;
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনাআসন ৫০ টি; 
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোরআসন ৫০টি; 
  • শহীদ আব্দুর রব সেরানিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ, বরিশালআসন ৫০ টি;

আজ আমরা মূলত সর্বশেষ বিএড ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। ভর্তির জন্য বিস্তারিভাবে কি কি করা লাগবেসেসব ব্যাপারে কথা বলবো।

বিএড কোর্সে আবেদন প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions/) বিএড কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন ফরম পাওয়া যাবে।  আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করে এবং এর প্রিন্ট কপি নিয়ে আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকাসহ আবেদন ফরমে উল্লিখিত কলেজে অবশ্যই জমা দিতে হবে।

  • মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণকে বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন না করে সরাসরি প্রার্থিত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে (অর্থাৎ যে কলেজে ডেপুটেশন দেয়া হয়েছে) আবেদন করতে হবে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বছর মেয়াদী স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) অথবা বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ .২৫ পেতে হবে। ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Master’s Tab গিয়ে Blank Data Entry Form (Masters Prof.) অপশন থেকে নির্ধারিত সময়ে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়/অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের কোন কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পূর্বের ভর্তি বাতিলপূর্বক নতুন শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য অবশ্যই পূর্বের ভর্তি বাতিল করতে হবে।

এ প্রক্রিয়ায় খুব সহজেই বিএড কোর্সে ভর্তি হওয়ার আবেদন করা যায়।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button