Sports

[আজকের] ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ সরাসরি লাইভ দেখার উপায়

অনলাইনে যেভাবে  ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সরাসরি ম্যাচ দেখবেন

Rate this post

[আজকের] ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ সরাসরি লাইভ দেখুন ঘরে বসে – বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। যাকে বলা হয় রাজার খেলা।বাংলাদেশ ফিফা কতৃক কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারলেও বাংল হলো ফুটবল পাগল। আমারা বিশ্বকাপ সহ ক্লাবের প্রায় সকল ম্যাচ দেখে থাকি।আর ম্যাচ টা যদি হয় ব্রাজিল তাহলে তো কোনো কথাই নাই।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া  ম্যাচ আজ বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে।সারা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ম্যাচটার জন্য। ম্যাচটা জমজমাট হবে।হাজারো দর্শক হাজারো উত্তেজনা।আবার ফুটবল তার পুরনো রুপে ফিরে এসেছে।আপনি যদি ঘরে বসে এই ম্যাচটি উপভোগ করতে চান তাহলে এই লেখাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন এতে করে আপনি ম্যাচের সকল তথ্য পেয়ে যাবেন।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ সরাসরি লাইভ দেখার উপায়

চ্যাম্পিয়ন্স লিগের দ্বৈরথ শেষ না হতেই আবার ফুটবল তার পুরনো রুপে ফিরে এসেছে। আর সেটির শুরু হবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের মধ্যে দিয়ে।ফুটবল হলো বাংলীর আবেগের নাম।নিজ দেশ বিশ্বকাপ খেলতে না পারলে গো কি হয়েছে এক্টি ম্যাচ ও বাদ দেওয়া যাবেনা।আর এটা যদি হয় ফাইনাল ম্যাচ তবে কথাই নাই।

বাংলার প্রতিটি মানুষেরা রক্তে রক্তে ফুটবল মিশে আছে। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় একটুও।
দুটোই চ্যাম্পিয়ন দল।কিছুদিন আগে দুই দল কাপ জিতেছে। তাদের ভিতর উত্তেজনা আছে সমানে সমানে। হাজারো মানুষ অপেক্ষায় আছে ম্যাচটির জন্য। অপেক্ষার পালা শেষ আজ বিকেল ৪টা ২০ মিনিটে  ম্যাচটি শুরু হবে।ইংল্যান্ডে হবে ম্যাচ টি।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কখন, কোথায়, কিভাবে লাইভ দেখবেন?

ইতিমধ্যে সব টিকিট বিক্রি শেষ।দুই দল তাদের প্রস্তুতি শেষ।ম্যাচটির জন্য লাখো কোটি দর্শক অপেক্ষা করতেছে। দুই দলেরই প্রতাশা অনেক। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। আজ বিকেল ৪টা ২০ মিনিটে এই  অনুষ্ঠিত হবে। মাঠে দর্শক ধারণ ক্ষমতা ৯০ হাজার। ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

  • ম্যাচের ধরণ: আন্তর্জাতিক প্রতি ম্যাচ
  • তারিখ: ৬ জুন, ২০২২ (সোমবার)
  • সময়: আজ বিকাল ৪;২০ মিনিট
  • দল: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
  • মুখোমুখি পরিসংখ্যান: মোট ম্যাচ ১২ টি ব্রাজিল জিতেছে ১০ টি, ড্র হয়েছে ২ টি, ক্রোয়েশিয়া ০
  • স্টেডিয়াম: ক্রোয়েশিয়া জাতীয় স্টেডিয়াম

অন্যদিকে, ক্রোয়েশিয়াও রয়েছে ফুরফুরে মেজাজে। নিজেদের সর্বশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। পরিসংখ্যানে ক্রোয়েশিয়াের চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। দু’দল এখন পর্যন্ত মোট ১২বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জয় পেয়েছে ১০টি ম্যাচেই। বাকি দু’টি ম্যাচ ড্র। ঘরের মাঠে ক্রোয়েশিয়া আজ ব্রাজিলকে সামলাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

ক্রোয়েশিয়াের বিপক্ষে দলে থাকছে না গ্যাব্রিয়েল মাগালহেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও এডারসন মোরাস। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্রামে থাকা অ্যালিসন বেকার, রদ্রিগো, ভিনিসিয়াস ও ফ্যাবিনহো ফিরছেন আজকের একাদশে।

ব্রাজিল সম্ভাব্য একাদশ :

  • Alison Baker
  • Dani Alves
  • Marquinhos
  • Eder Militao
  • Alex Sandro
  • Fabinho
  • Bruno Gumeras
  • Rodrigo
  • Lucas Pakueta
  • Neymar and Gabriel Jesus.

যেভাবে দেখবেন ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সরাসরি ম্যাচটি আফগানিস্তান,, বাংলাদেশ,, ভুটান,, ভারত,, মালদ্বীপ,নেপাল পাকিস্তান এবং শ্রীলংকাতে Sony Pictures Sports Network এর মাধ্যমে Sony TEN 1 এবং Sony TEN 1HD চ্যানেলে লাইভ দেখানো হবে।

এছাড়াও বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে লাইভ স্টিমিং করে খেলা দেখানো হবে। এই ম্যাচটি নিয়ে সবার আগ্রহ অনেক।সদ্য শেস হলো ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন লিগ। সেই উত্তাপ শেষ হতেই আবার উত্তাপ শুরু।এই যেন ফুটবলের মহারন।আর্জেন্টিনার দর্শক বাংলাদেশে অনেক।প্রায় সকল ফুটবল ফ্যান দের জন্য আজ উত্তেজনা পূর্ণ ম্যাচ।

অনলাইনে যেভাবে  ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সরাসরি ম্যাচ দেখবেন

পুরো বিশ্বের প্রায় অর্ধেকের বেশি মানুষ অনলাইনে খেলা দেখবে। তাই অনলাইনের কিভাবে খেলা দেখবে এটা নিয়ে সবার আগ্রহ।
উপরে আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।কিভাবে খেলা দেখবেন।এটি ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে।তাই লেখাটা সটিক করে পড়ুন।এবং এই ঐতিহাসিক ম্যাচটি উপভোগ করুন।

আজকের ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ সরাসরি লাইভ

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button