Bus Schedule

ডিপজল এন্টারপ্রাইজ সকল টিকিট কাউন্টার মোবাইল নাম্বার, ভাড়ার তালিকা এবং যোগাযোগের ঠিকানা

ডিপজল পরিবহন: টিকিট কাউন্টার নাম্বার,অনলাইন টিকিট বুকিং, সময়সূচী

Rate this post

ডিপজল এন্টারপ্রাইজ সকল টিকিট কাউন্টার মোবাইল নাম্বার, ভাড়ার তালিকা এবং যোগাযোগের ঠিকানা-  আমরা সকলেই ডিপজল পরিবহন এর সাথে পরিচিত। জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এই পরিবহন এর প্রতিষ্ঠাতা। সর্বদা যাত্রী সেবায় নিয়োজিত ও আরামদায়ক বাস অপারেটর এর অন্যতম একটি পরিবহন হলো ডিপজল পরিবহন।

এই পরিবহনকারী বাস এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো যাত্রীদের নিরাপত্তা প্রদান করা ও সঠিক ভাবে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছানো। আজ আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন ডিপজল পরিবহন এর অনলাইন টিকিট বুকিং , ভাড়া, সময়সূচী এবং সকল কাউন্টার এর যোগাযোগ নম্বর।

ডিপজল এন্টারপ্রাইজ বাস

ডিপজল পরিবহন এর বাস ভ্রমন অত্যন্ত আরামদায়ক এবং সেবার মান অনেক ভালো তাদের সেবার ভালো মানের জন্য বাংলাদেশে ডিপজল পরিবহন খ্যাতি অর্জন করেছে। ডিপজল পরিবহন এর এসি, নন‌এসি, লাক্সারিয়াস সব ধরনের বাস রয়েছে। যাত্রীরা ভ্রমণের সময় এসব বাসে আরাম এর সাথে ভ্রমণ করতে পারে। ডিপজল পরিবহন পরিবহন বাংলাদেশ সেবা প্রদান এর পাশাপাশি বিদেশেও সেবাদান বহাল রেখেছে। আপনারা যদি ডিপজল পরিবহন এ ভ্রমণ করতে চান তাহলে এটি অত্যন্ত নিরাপত্তার সাথে কাঙ্খিত স্থানে পৌঁছে দিবে।

ডিপজল এন্টারপ্রাইজ  অনলাইন টিকিট বুকিং

ডিপজল পরিবহনে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং এর সুবিধা রয়েছে। আপনারা হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও অনলাইনে খুব সহজেই ঘরে বসে টিকিট বুকিং করতে পারবেন। যারা অনলাইনে টিকিট বুকিং করতে ইচ্ছুক তারা ডিপজল পরিবহন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে & (Sohoj.com) মিনিট এর মধ্যে টিকিট বুকিং দিতে পারবেন।

ডিপজল পরিবহন এর টিকিটের মূল্য

ডিপজল পরিবহন রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ রুটে চলাচল করে।ডিপজল পরিবহন এর প্রধান কার্যালয় মিরপুরে অবস্থিত। জনপ্রতি ডিপজল পরিবহন ভাড়া হলো –

  • বগুড়া টু ঢাকা -৪০০ টাকা
  • সিরাজগঞ্জ টু ঢাকা – ৩০০ টাকা
  • সাতমাথা টু ঢাকা – ৩৫০ টাকা
  • শান্তাহার টু ঢাকা – ৩৫০ টাকা
  • ন‌ওগা টু ঢাকা – ৪০০ টাকা

ডিপজল এন্টারপ্রাইজ সকল টিকিট কাউন্টার মোবাইল নাম্বার

উত্তরবঙ্গ সহ ঢাকার বেশ কিছু কাউন্টার নাম্বার আমরা নিচে দিয়ে দিচ্ছি । যে যার প্রয়োজন অনুযায়ী কাউন্টারে যোগাযোগ করতে পারেন।

* গাবতলী বাস টার্মিনাল, মোবাইল – ০১৮৮২০০ ৪৫২১

*কল্যাণপুর ,মোবাইল – ০১৮৮২০০৪৫২৪

*শ্যামলী , মোবাইল- ০১৮৮২০০৪৫২৬

*সাভার, মোবাইল- ০১৮৮২০০৪৫২৮

* চন্দ্র, মোবাইল – ০১৮৮২০০৪৫৩১

*বাইপাইল , মোবাইল -০১৮৮২০০৪৫৩০

*নবীনগর , মোবাইল – ০১৮৮২০০৪৫২৯

* আসাদ গেট, মোবাইল- ০১৮৮২০০৪৫২৭

*জিরানী বাজার, সিরাজগঞ্জ, মোবাইল- ০১৮৮২০০৪৫৩২

* সিরাজগঞ্জ রোড, মোবাইল- ০১৮৮২০০৪৫৩৩

* সাত মাথা, বগুড়া, মোবাইল- ০১৮৮ ২০০৪৫৩৮

*শেরপুর, বগুড়া, মোবাইল- ০১৮৮২০০৪৫৩৪

*তিথুনিয়া ,বগুড়া , মোবাইল -০১৮৮২০০৪৫৩৭

*নওগাঁও, মোবাইল- ০১৮৮২০০৪৫৪৩

*চৌমুহনী, মোবাইল- ০১৮৮২০০৪৫৪১

*দুপচাঁচিয়া, মোবাইল- ০১৮৮২০০৪৫৩৯

* মুরাইল, মোবাইল- ০১৮৮২০০৪৫৪০

*সান্তাহার , মোবাইল- ০১৮৮২০০৪৫৪২

ডিপজল পরিবহনের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা

ডিপজল পরিবহনের যে সকল বাস রয়েছে সেগুলো অত্যন্ত দক্ষ চালক দ্বারা পরিচালিত হয়। সকল চালক দায়িত্বশীলতার সাথে তাদের কাজ সম্পন্ন করে। এসি- নন এসি, বিভিন্ন ধরনের বিলাসবহুল বাস ডিপজল পরিবহনের পাওয়া যায়। বাসের সিটগুলো অত্যন্ত আরামদায়ক এবং সিটের ঘনত্ব খুবই কম।

যাত্রীরা আরামের সাথে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে। এছাড়া ডিপজল পরিবহনের বাসগুলো খাবার বিরতিতে পর্যাপ্ত সময় প্রদান করে যেন যাত্রীরা তাদের সুবিধামতো সময় গুলো কাজে লাগাতে পারে। এছাড়া বাসে টিভির ব্যবস্থা রয়েছে। যাত্রীরা যেন অবসর সময়ে বোরিং না হয়ে বিনোদনের মধ্যে থাকে এর জন্য টিভি ব্যবস্থা করা হয়েছে।

এর ভাড়া সীমিত পরিমানে সকলে সুবিধা কথা চিন্তা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার নিজের নাম অনুসারে ডিপজল পরিবহনের নামকরণ করেছেন। প্রতিদিন হাজার হাজার যাত্রী ডিপজল পরিবহনের সাহায্য তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে।

শেষ কথা

প্রিয় বন্ধুরা আপনারা উপরের আলোচনা থেকে জেনেছেন ডিপজল পরিবহন এর অনলাইন টিকিট বুকিং কিভাবে করতে হবে,ভাড়া কতো,এর বিভিন্ন ধরনের সুবিধা এবং যোগাযোগের ঠিকানা সম্পর্কে।যে সকল যাত্রীরা ডিপজল পরিবহনে ভ্রমণ করতে চান তাহারা উপরের যোগাযোগ নাম্বারে দেওয়া রয়েছে নাম্বারগুলো থেকে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এবং সাহায্য পেতে কল করুন। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি । ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button