ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি মানবন্টন ২০২৩
এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট মানবন্টন ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা অনেকে গুগলে সার্চ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি মানবন্টন লিখে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট মানবন্টন সম্পর্কে জানার আগে আপনার জেনে রাখা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে কোন কোন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বমোট চারটি ইউনিটে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক ইউনিট অন্যতম। ক ইউনিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বা বিজ্ঞান বিভাগের মানবন্টন জেনে রাখা উচিত আপনি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন ।
গত বছরের মত এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ভর্তি পরীক্ষা mcq এবং লিখিত প্রশ্নে অনুষ্ঠিত হবে। লিখিত এম সি কিউ মিলে সর্বমোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০ নম্বর লিখিত অংশে থাকবে এবং বাকি ৬০ নম্বর এমসিকিউ প্রশ্ন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ভর্তি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট বরাদ্দকৃত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (এমসিকিউ ) মানবন্টন
২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষা সর্বমোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যে এমসিকিউ লিখিত প্রশ্ন মিলে সর্বমোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষার মানববন্ধন সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের প্রথমে বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
- পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) = ১৫ নম্বর
- রসায়ন (আবশ্যিক) = ১৫ নম্বর
- জীববিজ্ঞান = ১৫ নম্বর
- গনিত = ১৫ নম্বর
- বাংলা = ১৫ নম্বর
- ইংরেজি = ১৫ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (লিখিত ) মানবন্টন
- পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) = ১০ নম্বর
- রসায়ন (আবশ্যিক) = ১০ নম্বর
- জীববিজ্ঞান = ১০ নম্বর
- গনিত = ১০ নম্বর
- বাংলা = ১০ নম্বর
- ইংরেজি = ১০ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (মানবিক ও বিভাগ পরিবর্তন) ভর্তি মানবন্টন ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩ নিচে প্রকাশ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট মূলত মানবিক ও বিভাগ পরিবর্তন বিভাগের শিক্ষার্থীদের জন্য। যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন পরিবর্তন আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট মানবিক বিভাগের শিক্ষার্থীদের mcq পরীক্ষা 60 নম্বর এবং লিখিত পরীক্ষা ৪০ নম্বরে অনুষ্ঠিত হবে। অন্যান্য বিভাগের মত ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ও এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে 45 মিনিট করে বরাদ্দকৃত রয়েছে।
ঢাবি খ ইউনিট মানবন্টন (এমসিকিউ)
- বাংলা = ১৫ নম্বর
- ইংরেজি = ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান = ৩০ নম্বর
ঢাবি খ ইউনিট মানবন্টন (লিখিত)
- বাংলা = ২০ নম্বর
- ইংরেজি = ২০ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট মানবন্টন ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের মানবন্টন বলতে গেলে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর অংশগ্রহণ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা সর্বমোট ১২০ নম্বর এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তবে সে ক্ষেত্রে এমসিকিউ লিখিত পরীক্ষা মিলে ১০০ নম্বর এবং বাকি অবশিষ্ট বিশ নম্বর চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ এর ওপর নম্বর দেয়া হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে দুই দিয়ে গুণ করে এই ২ এর যোগফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে ১২০ নম্বরের মেধা তালিকা প্রকাশ করা হবে।
ঢাবি গ ইউনিট মানবন্টন (এমসিকিউ) :
- বাংলা = ১২ নম্বর
- ইংরেজি = ১২ নম্বর
- হিসাব বিজ্ঞান = ১২ নম্বর
- ব্যাবসায় নীতি ও প্রয়োগ = ১২ নম্বর
- মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং = ১২ নম্বর
ঢাবি গ ইউনিট মানবন্টন (লিখিত) :
- অনুবাদ বাংলা থেকে ইংরেজি = ৫ নম্বর
- অনুবাদ ইংরেজি থেকে বাংলা = ৫ নম্বর
- বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ (ইংরেজি) = ৫ নম্বর
- Precis writing = ৫ নম্বর
- সংক্ষিপ্ত রচনা (বাংলা) = ৫ নম্বর
- ৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর = ১৫ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট মানবন্টন
ঢাবি ঘ ইউনিট মানবন্টন (এমসিকিউ) :
- বাংলা = ১৫ নম্বর
- ইংরেজি = ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান = ৩০ নম্বর
ঢাবি ঘ ইউনিট মানবন্টন (লিখিত) :
- বাংলা = ১৫ নম্বর
- ইংরেজি = ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান = ১০ নম্বর
খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২- ২৩ এর ভর্তি পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বমোট আসন সংখ্যা সম্পর্কে। কোন ইউনিটে কতটি আসন রয়েছে সে সম্পর্কে এখন আপনাদের বিস্তারিত ধারণা দিব এবং জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বমোট আসন সংখ্যা এবং কোন ইউনিটে কতটি আসন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সর্বমোট চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ক ইউনিট বা বিজ্ঞান বিভাগের জন্য সর্বমোট আসন রয়েছে ১৮৫১টি। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট মানবিক বিভাগ বা বিভাগ পরিবর্তন শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে সর্বমোট ১০৭৮৮ টি। ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে ৯০৫টি। এছাড়াও চারুকলা ইউনিটের জন্য ১৩০ টি আসন রয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন সহ বিভিন্ন ইউনিটে আরো কিছু আসন নিয়ে সর্বমোট 6155 টি আসন রয়েছে।