এইচএসসি রেজাল্ট মার্কশিট ডাউনলোড ২০২৩ – eboardresults.com hsc result marksheet download
ইবোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট ডাউনলোড
এইচএসসি রেজাল্ট মার্কশিট ডাউনলোড ২০২৩ – eboardresults.com hsc result marksheet download | করোনা মহামারির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল 2020 সালে। পরীক্ষা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল। তবে 2021 সালে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে পরিবর্তন করে পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়া হয়। 2021 সালে সংক্ষিপ্ত সিলেবাসে শুধুমাত্র বিভাগীয় বিষয়ে পরীক্ষা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এ বছর, সংশোধিত সিলেবাসে ICT বাদে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বর্তমানে ফলাফলের জন্য অপেক্ষা করছে।
বর্তমানে এইচএসসি পরীক্ষার্থীরা ২–৩ টি পাবলিক পরীক্ষায় ইতোমধ্যে অংশগ্রহণ করে ফেলেছে। প্রত্যেকবার বোর্ড ফলাফল দেখার জন্য অনলাইন, মোবাইল এসএমএস পদ্ধতি ব্যবহার করেছে। কিন্তু দু বছর পর আগের পদ্ধতি মনে থাকবে না স্বাভাবিক। এজন্য আমরা আজকের আয়োজন করেছি। আপনাদেরকে পদ্ধতিগুলো বিস্তারিত ভেঙে ভেঙে বলবো। যাতে রেজাল্প দেখতে আপনাদের সমস্যা না হয়। বিশেষ করে ডিটেইল মার্কস সহ মার্কশিট বের করার নিয়ম
এইচএসসি রেজাল্ট ২০২২
শেষ এইচএসসি পরীক্ষা শুরু হয় ২০২২ সালের নভেম্বরে। সেই পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হয়েছে ৮ ই ফেব্রুয়ারি। ফলাফল প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ৭–৯ ই ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের প্রস্তাব পাঠায়। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ৮ ই ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হয়।
সাধারণত, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। তারপরই সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই আনুষ্ঠানিকতার পরই সবাই অনলাইনে বা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। সাধারণত, দুপুর ২ টার আশপাশ থেকে ফলাফল জানা যায় অনলাইনে বা এসএমএসের মাধ্যমে।
অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২২
অনলাইনের এ যুগে ইন্টারনেট প্রায় সবার হাতে হাতেই থাকে। তাই, ইন্টারনেট ব্রাউজ করার মাধ্যমে ফলাফল দেখা খুব একটা কঠিন কাজ হবে না কারও জন্যই। তাই নিচের ধাপগুলো অনুসরণ করে ফলাফল দেখে নিন খুব সহজেই!
- ১ম ধাপঃ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- ২য় ধাপঃ পরীক্ষার নাম এইচএসসি সিলেক্ট করতে হবে
- ৩য় ধাপঃ পরীক্ষার সাল 2022 সিলেক্ট করতে হবে
- ৪র্পথ ধাপঃ পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- ৫ম ধাপঃ এইচএসসি পরীক্ষার রোল নম্বর বসাতে হবে
- ৬ষ্ঠ ধাপঃ এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে
- ৭ম ধাপঃ দুটি সংখ্যার যোগফল সামনের ফাঁকা করে বসাতে হবে
- ৮ম ধাপঃ সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
এসএমএস দিয়ে এইচএসসি ফলাফল ২০২৩
যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল মোবাইলে এসএমএসের মাধ্যমেও চেক করা যায়। নিম্নের ধাপগুলো অনুসরণ করে সঠিক ফরমেটে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে আপনাকে রেজাল্ট পাঠিয়ে দেয়া হবে। নিম্ন ধাপগুলো উল্লেখ করা হলো–
- প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখতে হবে।
- তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম ৩ সংখ্যার নাম লিখুন। যেমন: আপনার বোর্ড যদি যশোর হয়, তাহলে আপনাকে JAS লিখতে হবে।
- পরে একটি স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখতে হবে।
- আবারো একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার পাশের বছর লিখতে হবে।
- শেষে 16222 নম্বরে পাঠান।
উদাহরণ: এইচএসসি <স্পেস> JAS <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর [ HSC JAS 101010 2022 ]
ইবোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট ডাউনলোড
এসএমএসের মাধ্যমে মার্কশীট দেখা যায় না। অনলাইনেও সবসময় মার্কশীট দেখা যায় না! www.eboardresults.com যখন বোর্ড থেকে অনুমতি দেয়া থাকে– তখনই সাবজেক্টওয়াইজ মার্কস পাওয়া যায়। এখানে এটার বিস্তারিত পদ্ধতিসহ তুলে ধরা হলো!
1. প্রথম অপশনটিতে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করুন। HSC অথবা সমমানের রেজাল্ট পেতে HSC/Alim/Equivalent অপশনটি নির্বাচন করুন।
2. পরীক্ষার বছর নির্বাচন করুন। ২০২২ সালের এইচএসসি রেজাল্ট পেতে 2022 সাল নির্বাচন করুন।
3. পরীক্ষার্থী যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে উক্ত বোর্ড নির্বাচন করুন। ডান পাশের সিলেক্ট বক্সে আট সাধারণ শিক্ষা বোর্ড সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এর দেওয়া নাম আছে। সেখান থেকে সঠিক বোর্ডটিকে নির্বাচন করুন।
4. এ ধাপটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ডান পাশের সিলেক্ট বক্সে অনেকগুলো অপশন আছে। পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট পেতে চাইলে Individual Result অপশনটি নির্বাচন করুন।
উক্ত অপশনটি নির্বাচন করলে Roll ও Registration লেখা দুটি নতুন অপশন দেখা যাবে।
আর Institution Result নির্বাচন করলে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট পাওয়া যাবে।
5. পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।
6. পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।
7. এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এখানে কয়েকটি আঁকাবাঁকা ইংরেজী অক্ষর দেখা যাবে। অক্ষরগুলো ভালোভাবে দেখে ও বুঝে হুবহু ডান পাশের টেক্স বক্সে লিখতে হবে।
যদি অক্ষরগুলো সঠিক না হয়, তাহলে এরর ম্যাসেজ দেখবে। আর কোন কারণে যদি অক্ষর গুলো বুঝতে সমস্যা হয়, তাহলে Reload বাটনে ক্লিক করে নতুন অক্ষর লোড করে নিন।
8. কাঙ্খিত রেজাল্ট পেতে সবশেষে এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার আগে উপরের তথ্যগুলো সঠিকভাবে নির্বাচন অথবা লিখেছেন কী না তা পরীক্ষা করে নিন।
সব তথ্য সঠিক হলে বাটনটিতে ক্লিক করার কিছুক্ষণ পর, রেজাল্ট দেখতে পাওয়া যাবে।
পরিশেষে, সবাইকে শুভকামনা জানিয়ে জাতির মঙ্গল কামনা করে আজকের লিখা এখানেই সমাপ্ত করছি।