Tech

ফেসবুকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস ও সফটওয়্যার | কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায় ?

মোবাইলে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবেন ?

Rate this post

[Download] ফেসবুকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস ও সফটওয়্যার | কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায় ? “বিসমিল্লাহির রাহমানির রাহিম” উপরের হেডলাইন দেখে আপনারা বুঝে নিয়েছেন যে আজ আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায়। অনেকে আছেন যারা ফেসবুকে ভিডিও দেখেন , শেয়ার করেন কিন্তু ডাউনলোড করতে পারেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন যে ফেসবুক থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়।

ফেসবুকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস

ফেসবুক হলো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক এর মাধ্যমে খুব সহজেই চেনা পরিজনের সাথে কথা বলা যায়। শুধু তাই নয় ফেসবুক হলো বিনোদন এর সর্বশ্রেষ্ঠ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে মানুষ তার সুখ, দুঃখ,আবেগ, অনুভূতি সবকিছু শেয়ার করে। ফেসবুক এ বিভিন্ন ভিডিও দেখে অনেকে তাদের বোরিং সময় পার করে দেয়। বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুক এ রয়েছে। ছোটদের কার্টুন, বড়দের মজার মজার সব ভিডিও, রান্নার ভিডিও, গান,নাচ,গেম সব ভিডিও ফেসবুকে আছে।

অনেক ভিডিও আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার।যার জন্য সেই ভিডিও গুলো আমরা মোবাইল ফোনে সেভ করে সংরক্ষণ করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফেসবুক এ ভিডিও ডাউনলোড করার কোনো অপশন নেই। তবে ডাউনলোড করা একেবারেই অসম্ভব তা নয়। বিভিন্ন অ্যাপস আর সফটওয়্যার এর মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় খুব সহজেই। নিচের ধাপ গুলো অনুসরণ করে আপনি চাইলে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন।

ফেসবুক এর ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

ফেসবুক অনেক ভিডিও আছে যেগুলো ইউটিউব এ পাওয়া যায় না। কিছু ভিডিও এতটাই ভালো লাগে যে সেগুলো ডাউনলোড করতে ইচ্ছে করে। কিন্তু ফেসবুক এ সেভ করার অপশন থাকলেও সেটি আমাদের ফোন গ্যালারিতে প্রদর্শন করে না। এসকল ভিডিও ডাউনলোড করার জন্য অ্যাপস ও সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। অ্যাপস এর সাহায্যে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়।

ফাস্টভিড, ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক, ভিডমেট ইত্যাদি অ্যাপস হলো ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য জনপ্রিয় অ্যাপস।এসব অ্যাপস ব্যবহার করে খুব দ্রুত ভিডিও ডাউনলোড করা যায়।যদি আপনার মোবাইলে অ্যাপস না থাকে তাহলে অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তবে এসব অ্যাপস ব্যবহার এর ঝুকি ও রয়েছে।

কেননা যখন আপনি গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে যাবেন তখন আপনার কাছে থেকে বিভিন্ন পারমিশন চাওয়া হয় । এসব পারমিশনে আমরা স্ক্রিপ করি। তখন আপনার মোবাইল এ থাকা পার্সোনাল ইনফরমেশন তাদের কাছে চলে যায় । এবং তারা আপনার পার্সোনাল ইনফরমেশন এর অপব্যবহার করতে পারে এমনকি আপনার মোবাইলে হ্যাক ও হতে পারে।

সফটওয়্যার ও ওয়েবসাইট থেকে ফেসবুক এর ভিডিও ডাউনলোড

আপনি যদি অ্যাপ অ্যাপস ইনস্টল না করে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনার জন্য বিকল্প পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা। ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর ইন্টার ফেইসবুক ভিডিও URL বক্সে যে ফেসবুক ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির লিংক পেস্ট করুন এবং ডাউনলোড এ ক্লিক করুন । এরপর ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড লিংকে ক্লিক করুন। এরপর আপনার ভিডিওটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাওয়া শুরু করবে। এভাবে খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সরাসরি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

সরাসরি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায়। কিন্তু সেই ভিডিওটি ফোনের গ্যালারিতে দেখা যায় না । ভিডিওটি ফেসবুকে সেভ হয়ে থাকে। কেউ যদি ফেসবুকে ভিডিও ডাউনলোড করে রাখে তবে তাকে মোবাইলের ইন্টারনেট সংযোগ চালু করে পুনরায় ওই ভিডিওটি দেখতে হবে।

ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় সমূহ :

ফেসবুক ভিডিও ডাউনলোড করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় কয়েকটি এপ্লিকেশন নিয়ে আমরা আপনাদের মাঝে এখন আলোচনা করব

১. vidmate
২. স্ন্যাপটিউব
৩.টিউবম্যাট

vidmate এবং স্ন্যাপটিউব,টিউবম্যাট এ কয়েকটি ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এবং জনপ্রিয় এপ্লিকেশন। এসকল এপ্লিকেশন গুলোর কার্যক্রম প্রায় একই।তাই যেকোনো এক্টি নিয়ে আলোচনা করলে সকল বিষয়ে আলোচনা হয়ে যাবে।

ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায় – পেমেন্ট বিকাশে

vidmate এর সাহায্যে ফেসবুক ভিডিও ডাউনলোড

ফেসবুক বা যেকোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও আপনারা vidmate এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো আপনারা vidmate এর মাধ্যমে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন সে বিষয়ে আপনাদের মাঝে এখন আলোচনা করতে চলেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে ভিটমেট অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায় না।

এটি সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাপস ডাউনলোড করে নিতে হয়। কিভাবে vidmate ডাউনলোড করতে হয় এ বিষয়ে আমরা এর আগে লিখেছি আপনারা চাইলে সে আর্টিকেলটি দেখে নিতে পারেন। তবুও এক নজরে বলে দিই। গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ বারে vidmate লিখে সার্চ দিলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে আপনারা খুব সহজে ১ ক্লিকের মাধ্যমে vidmate অ্যাপস ডাউনলোড করতে পারবেন।

vidmate অ্যাপস ডাউনলোড হয়ে গেলে আপনাকে আপনি সরাসরি সেই অ্যাপস এ প্রবেশ করতে পারবেন। এটি একটি ফ্রি অ্যাপস। অর্থাৎ আপনাকে কোন ধরনের টাকা প্রদান করতে হবে না। এখন জেনে নিন কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন vidmate এর সাহায্যে।

  • সর্বপ্রথম ফেসবুক এসে আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করুন এবং এর লিংক কপি করুন
  • লিঙ্ক কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি vidmate অ্যাপসে চলে আসুন
  • vidmate অ্যাপস এর প্রবেশ করলে আপনারা উপরেও সার্চ বার থেকে লিংকটি পেস্ট করে দেন।
  • লিংক পেস্ট করা হয়ে গেলে সরাসরি সেই ভিডিওতে আপনাকে নিয়ে চলে যাবে ভিডমেট।
  • এবার আপনার সামনে ভিডিওটি প্রদর্শিত হবে আপনি সেখানে বাম পাশে ডাউনলোড করার অপশনটি দেখতে পাবেন।
  • এখানে সকল কোয়ালিটির ভিডিও রেজুলেশন দেয়া হয়েছে আপনার সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী আপনি ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে নিতে পারবেন।

ফেসবুক থেকে আয় করার সকল উপায় ২০২২ | ফেসবুক থেকে কিভাবে সহজেই টাকা আয় করা যায়?

ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে। vidmate বা tubemate, snaptube থেকে ডাউনলোড করলপ ভিডিও গুলো আপনারা পরবর্তীতে ফাইল ম্যানেজার থেকে দেখতে পারবেন।

এই ছিল vidmate দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়। ঠিক এভাবে আপনারা টিউবমেট স্ন্যাপ টিউব দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে। উপরের ফেসবুকে ভিডিও কিভাবে ডাউনলোড করা যায় তার বিস্তারিত আলোচনা দেওয়া আছে । আপনারা যারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চান তারা উপরে ধাপগুলো অনুসরণ করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। সবসময় আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button