Result

ফাজিল ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ – www.iau.edu.bd | রেজাল্ট কবে দিবে জেনে নিন

ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল পরীক্ষার ফলাফল ২০২৪

Rate this post

ফাজিল ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ |  ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ফাজিল পরীক্ষা নেয়া হয়। আলিয়া মাদ্রাসাগুলোতে ৪ বছরের ফাজিল কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। পরীক্ষা নেয়া, উত্তরপত্র মূল্যায়ণ, ফলাফল প্রকাশের মূল কাজটি করে থাকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত কার্যক্রমের সর্বেশেষ অবস্থা নোটিশ আকারে দেয়া থাকে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে  www.iau.edu.bd  

এখানে আমরা মূলত ফাজিল প্রথম বর্ষের ফলাফল নিয়ে আলোচনা করবো। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে ফলাফল চেক করতে হয়, কোন পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক ফলাফল জানা যায়, মার্কশীট চেক করার উপায়, এসএমএসে ফলাফল চেক করার উপায়এসব নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা।

ফাজিল ১ম বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৪

ফাজিল (পাস) রেজাল্ট ২০২৪ :  ২০২০ সালের ফাজিল (পাস) ১ম বর্ষ ফাজিল (পাস) পরীক্ষার ফলাফল ০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশিত হয়েছে। এদিকে ২০২০ সালের ফাজিল (পাস) পুনঃ নিরীক্ষণ পরীক্ষার ফলাফল ০৪ জানুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে।

ফাজিল (অনার্স) রেজাল্ট ২০২২ :  ২০২০ সালের ফাজিল (অনার্স) ১ম বর্ষ, ফাজিল (অনার্স) পরীক্ষার ফলাফল ০২ অক্টোবর ২০২২ তারিখে ফলাফল প্রকাশিত হয়েছে।

ফাজিল রেজাল্ট দেখার নিয়ম

যেসকল শিক্ষার্থী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল মাদ্রাসায় অধ্যয়নরত, তারা ফাজিল (পাস) ১ম বর্ষ এবং ফাজিল (অনার্স) ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রধাণত দুইটি পদ্ধতিতে দেখতে পারবেন।

 •  ১ম পদ্ধতিঃ    শিক্ষার্থীভিত্তিক ফলাফল 
 • দ্বিতীয় পদ্ধতিঃ Madrasha ভিত্তিক রেজাল্ট।

উল্লেখ্য যে, ফাজিল পাস ও ফাজিল অনার্সের রেজাল্ট একই পদ্ধতি দেখা যায়। তাই একইসাথে নিয়ম বলা হয়েছে। তাহলে চলুন নিম্নে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক

ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল পরীক্ষার ফলাফল ২০২৪

শিক্ষার্থীগণ এ পদ্ধতিতে নিজের ব্যক্তিগত ফাজিল রেজাল্ট গ্রেডশীট সহ জানতে পারবে। এ জন্য শিক্ষার্থীদের শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে। পদ্ধতিতে একজন শিক্ষার্থীরৈ নিজের ফলাফল দেখার ধাপগুলো উল্লেখ করা হলো:

 • শিক্ষার্থীভিত্তিক রেজাল্ট দেখতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে ম্যানুয়ালি শিক্ষার্থীভিত্তিক রেজাল্ট দেখার মেনু আসবে।
 • Class অপশনে আপনার শ্রেণি সিলেক্ট করুন। আপনি যদি ফাজিল পাসের শিক্ষার্থী হন তাহলে Fazil Pass আর যদি ফাজিল অনার্সের শিক্ষার্থী হন তাহলে Fazil Honours সিলেক্ট করুন।
 • Examination Year অপশনে পরীক্ষার সাল ২০২০ দিন।
 • Year অপশন থেকে আপনার বর্ষ সিলেক্ট করুন। অর্থাৎ যে বর্ষের পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করুন।
 • “Registration” অপশনে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন।
 • সর্বশেষে আপনাকে একটি captcha পূরণ করতে হবে। একটি সহজ যোগের অংক করতে বলা হবে। আপনি শুধু যোগের ফলাফল লিখবেন 
 • নিচে থাকা Result অপশনে ক্লিক করুন।
 • সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপননি ফাজিলের ফলাফল গ্রেডশীট সহ দেখতে পারবেন।

ফাজিল মাদ্রাসাভিত্তিক ফলাফল 2024

এই পদ্ধতিতে সমষ্ঠিগতভাবে একটি শ্রেণি বা বর্ষের সকল শিক্ষার্থীর ফলাফল পিডিএফ আকারে দেখা যাবে। এ প্রক্রিয়ায় গ্রেডশীট/মার্কশীট জানা যাবে না বরং গ্রেড পয়েন্ট জানা যাবে।

এ জন্য নিজ নিজ মাদরাসার ইন নম্বর (Eiin Number) এবং মাদরাসার পাসওয়ার্ড লাগবে। সাধারণত মাদরাসার শিক্ষকগণ এভাবে ফলাফল দেখেন। ২য় পদ্ধতিতে যেভাবে সমষ্ঠিগতভাবে কোনো বর্ষের সকল ছাত্র/ছাত্রী্র ফলাফল দেখতে পারবেন

 • মাদ্রাসা ভিত্তিক ফাজিল ফলাফল দেখতে আবারো ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন।
 • উক্ত লিংকে ক্লিক করলে ম্যানুয়ালি Student Result মেনু আসবে। এর (student result) পাশে থাকা অপশন তথা Madrasha Result অপশনে ক্লিক করতে হবে।
 • তারপর Madrasha Eiin No অপশনে আপনার কাঙ্ক্ষিত মাদ্রাসার Einn Number দিন। বাংলাদেশের সকল মাদ্রাসার EIIN Number ওয়েবসাইটে পাবেন। 
 • এবার Password অপশন থেকে মাসরাসার পাসওয়ার্ড দিন
 • Examination Year অপশন থেকে পরীক্ষার সন সিলেক্ট করুন।
 • তারপর Class অপশন থেকে Fazil Pass অথবা Fazil Honours সিলেক্ট।
 • সবশেষে Captcha পূরণ করুন। পুরণটি ঠিক আগের মতই।
 • এবার সবকিছু ঠিকঠাক থাকলে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সকল ছাত্র/ছাত্রীর result পিডিএফ আকারে ডাউনলোড হবে।

এ পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের সকলের ফলাফল একসাথে দেখা যায়।

RETAKE IMPROVEMENT এর ফলাফল 

 সাধারণত Retake বলতে যারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে নি বা অনুপস্থিত থেকেছে অথবা অনিয়মিত হিসেবে পরীক্ষা দিয়েছে। আর Improvement (মানউন্নয়ন) বলতে যারা নিয়মিত এবং কোনো বিষয়ের নম্বর বাড়ানোর জন্য পরীক্ষা দিয়েছে। এই উভয় পদ্ধতির পরীক্ষার্থীদের ফাজিলের ফলাফল দেখার নিয়ম হলোঃ রেজাল্ট লিংকে প্রবেশ করে Retake/Improvement অপশনে ক্লিক করে উপরে বর্ণিত রোল ও সাল দিয়ে সাবমিটে ক্লিক করলে ফলাফল বের হয়ে আসবে।

এসএমএস এর মাধ্যমে ফলাফল

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পাস বা ফাজিল অনার্স পরীক্ষার রেজাল্ট এসএমএস বা বার্তার মাধ্যমে জানা যাবে না। কারন বিশ্ববিদ্যালয় এরকম কোনো সিস্টেম চালু রাখেনি। তাই আপনাকে শুধু অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে হবে।

উক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে যে কেউ খুব সহজেই ফাজিল ১ম বর্ষ পরীক্ষার ফলাফল চেক করতে পারবে।

ফাজিল ১ম বর্ষ রেজাল্ট পুনঃনিরীক্ষণ / বোর্ড চ্যালেঞ্জ

ফাজিল পাস/অনার্স কোন বর্ষের ফলাফল প্রকাশিত হওয়ার পর কারোর ফলাফল যদি আশানুরুপ না হয় বা ফলাফল ভুল আসে অথবা ফলাফল সন্তোষজনক মনে না হয়, তখন ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য যে আবেদন করা হয়, তাকে ফাজিল রেজাল্ট পুনঃনিরীক্ষণ বলে। এটাকে ফাজিল খাতা চ্যালেঞ্জ বা ফাজিল বোর্ড চ্যালেঞ্জ ও বলে। প্রত্যেক বোর্ড পরীক্ষার পর ফলাফল পুনঃনিরীক্ষণ করার সুযোগ থাকে। ফাজিল রেজাল্ট 2022 পুনঃনিরীক্ষণ করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে।

পরিশেষে, মাদ্রাসায় অধ্যয়নরত সকলকে শুভকামনা জানাচ্ছি। ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রত্যেকে ইসলাম জানা ও বোঝার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেএই কামনা থাকলো

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button