গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা ২০২৩ : GST Admission Qualification
GST ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩
- আবেদন শুরু: ১৫ এপ্রিল ২০২৩
- আবেদনের শেষ : ৩০ এপ্রিল ২০২৩
- ভর্তি পরীক্ষা: ২০ মে থেকে ০৩ জুন ২০২৩
- আবেদন ফি: ১৫০০ টাকা
- ফলাফল : ০৮ জুন ২০২৩
- ক্লাস শুরু: ১০ আগষ্ট ২০২৩
- আবেদন লিংক : gstadmission.ac.bd
গুচ্ছ পরীক্ষার আবেদন যোগ্যতা ২০২৩
আজকে গুচ্ছ ভর্তি বিষয়ক (gstadmission.ac.bd) ওয়েবসাইট থেকে ২০২২দের শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদনের জিপিএ যোগ্যতার শর্ত বাড়ানো হয়। তাই এখন অনেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের নতুন যোগ্যতা সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি যদি বুঝছো আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ভর্তি যোগ্যতা জেনে নিন।
বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক প্রকাশিত আবেদনের যোগ্যতা থেকে দেখা গেছে এবার মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহমর জিপিএ ৭.০০ থাকতে হবে তবে শিক্ষার্থী ভর্তি আবেদনের যোগ্য হিসেবে পেয়ে যেতে হবে।
গত বছর সর্বমোট জিপিএ ৬.০০ থাকলে শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছে। কিন্তু এবছর বিশ্ববিদ্যালয় কমিটি জিএসটি ভর্তি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন যোগ্যতা বাড়িয়েছে।
মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।
- বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
GST ভর্তি পরীক্ষার মান বন্টন
- বিজ্ঞান শাখা ( এ ইউনিট)
বিষয় | নম্বর | মোট নম্বর | |
আবশ্যিক বিষয় | পদার্থবিজ্ঞান | ২০ | ৬০ |
রসায়ন | ২০ | ||
বাংলা | ১০ | ||
ইংরেজী | ১০ | ||
ঐচ্ছিক ( যে কোন দুইটি) | গণিত | ২০ | ৪০ |
জীববিজ্ঞান | ২০ |
- মানবিক শাখা ( বি ইউনিট )
বিষয় | মান |
বাংলা | ৪০ |
ইংরেজী | ৩৫ |
— | ২৫ |
মোট | ১০০ নম্বর |
- বাণিজ্য শাখা ( সি ইউনিট)
বিষয় | মান |
হিসাববিজ্ঞান | ২৫ |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ২৫ |
বাংলা | ১৩ |
ইংরেজী | ১২ |
—- | ২৫ |
মোট | ১০০ নম্বর |