Tech

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম – কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন উপায় জেনে নিন

মোবাইলের মাধ্যমে ইউটিউব একাউন্ট খোলার নিয়ম

Rate this post

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায় | ইউটিউব চ্যানেল খোলার নিয়ম|  বর্তমানে অনলাইনে সকল ভিডিও কনটেন্ট আসে ইউটিউব থেকে। সামাজিক যোগাযোগের অন্যতম একটি বিনোদনের মাধ্যম হিসেবে ইউটিউব পরিচিতি পেয়েছে সারা বিশ্ব জুড়ে। আমরা আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে।

এবং এই চ্যানেলে মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই নিয়মটি সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে ইউটিউব একাউন্ট সবার ফোনে রয়েছে তো youtube এর মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের চ্যানেল খুলবেন এবং সে চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে ভিডিও আপলোড করলে আপনার টাকা ইনকাম করতে পারবেন ইত্যাদি সকল প্রকার বিষয়গুলো আলোচনা করা হবে আমাদের আর্টিকেল‌ থেকে।

ইউটিউব চ্যানেল খুলতে কি কি প্রয়োজন ?

  • একটি মোবাইল ফোন
  • youtube অ্যাপস
  • gmail একাউন্ট

এগুলো হলে আপনারা খুব সহজে ইউটিউব একাউন্ট খুলতে পারবেন । ইউটিউব একাউন্ট সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হলে পার্সোনাল অ্যাকাউন্ট একটি বিজনেস অ্যাকাউন্ট। আপনারা আপনাদেরকে আমরা পার্সোনাল একাউন্টে খোলা সকল প্রকার নিয়োগ গুলো সম্পর্কে আলোচনা করতে চলেছি।

মোবাইলের মাধ্যমে ইউটিউব একাউন্ট খোলার নিয়ম

  • প্রথমে ইউটিউব অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর হতে
  • এরপর ইউটিউব অ্যাপে প্রবেশ করুন
  • মেন্যু বার এর টপ রাইট কর্নার থেকে আপনার প্রোফাইল পিকচার এ চাপ দিন
  • My Channel সিলেক্ট করুন
  • চ্যানেল এর নাম দিয়ে Create Channel ক্লিক করুন
  • এভাবে আপনার ইউটিউব একাউন্ট কমপ্লিট হয়ে যাবে

আপনাদের ফোনে যদি একটি ইউটিউব একাউন্ট থেকে যায় তবে আরেকটি ইউটিউব একাউন্ট কিভাবে ওপেন করবেন সে নিয়মটি দেখুন :

  • প্রথমে Chrome ব্রাউজার ওপেন করুন
  • এরপর youtube.com/account এই লিংকে প্রবেশ করুন
  • ডট মেন্যু থেকে Desktop Mode চালু করে নিন
  • সাইন-ইন করা না থাকলে জিমেইল একাউন্টে সাইন-ইন করুন প্রথমে
  • Add or manage your channel(s) এ সিলেক্ট করুন
  • Create a channel লিংক সিলেক্ট করুন তারপর
  • যে নামে চ্যানেল খুলতে চান, সেই নাম লিখে Create করুন
  • এভাবে খুব সহজে আপনারা মোবাইল দিয়ে একটি অ্যাকাউন্টে দুটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।

কম্পিউটার থেকে ইউটিউব একাউন্ট চালু করার নিয়ম

  • ক্রোম ব্রাউজার থেকে YouTube.com এ প্রবেশ করুন
  • জিমেইল একাউন্টে সাইন-ইন করা না থাকলে সাইন-ইন করে নিন
  • টপ রাইট কর্নারে থাকা প্রোফাইল আইকনে যান
  • My Channel এ চাপ দিন
  • এরপর আপনার চ্যানেলের নাম লিখে Create করুন
  • গ্রেট অপশনে ক্লিক করলে আপনাদের ইউটিউব একাউন্ট ওপেন হয়ে যাবে।

কম্পিউটার দিয়ে একটি জিমেইল একাউন্টে দুটি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

  • ক্রোম ব্রাউজার থেকে youtube.com/account এ প্রবেশ করুন
  • সাইন-ইন করা না থাকলে জিমেইল একাউন্টে সাইন-ইন করে নিতে হবে
  • Add or manage your channel(s) এ ক্লিক করুন
  • Create a channel এ ক্লিক করুন করুন তারপর
  • যে নামে চ্যানেল খুলতে চান, সেই নাম লিখে Create করুন
  • ক্রিয়েট অপশন ক্লিক করলে আপনাদের ইউটিউব একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

ইউটিউব থেকে টাকা আয় করার উপায় জানুন । ইউটিউব থেকে টাকা আয় করতে হলে সর্বপ্রথম আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে ইত্যাদি সকল প্রকার বিষয়গুলো এখন আপনাদের মাঝে তুলে ধরা হবে ।

ভিডিও আপলোড করার নিয়ম

  • ইউটিউব অ্যাপে প্রবেশ করুন
  • মেন্যু থেকে প্লাস চিন্হিত আইকন চাপুন
  • Upload A Video সিলেক্ট করুন
  • যেই ভিডিও আপলোড করতে চান, সেটি সিলেক্ট করে নিন
  • এরপর ভিডিও এর টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি তথ্য প্রদান করুন।আপনার ভিডিও এর ধরন অনুযায়ী
  • এরপর Upload করে দিন
  • কিছু সময়ের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে।

ইউটিউব একাউন্ট ভেরিফাই করার নিয়ম

  • প্রথমে ব্রাউজার থেকে studio.youtube.com এ প্রবেশ করুন
  • ইউটিউব চ্যানেলে লগিন করা না থাকলে জিমেইল আইডি দিয়ে লগিন করে নিন
  • বামদিকের মেন্যু থেকে Settings এ ক্লিক করে নিন
  • Channel ট্যাব সিলেক্ট করে নিন
  • Verify Phone Number চাপ দিন
  • এরপর Text me the verification code সিলেক্ট করে নিন
  • Select your country থেকে বাংলাদেশ সিলেক্ট করুন
  • এরপর নিচের ফোন নাম্বার বক্সে ফোন নাম্বার দিয়ে Get Code এ ক্লিক করতে হবে
  • এরপর আপনার ফোনে ৬ডিজিটের একটি কোড আসবে, সেটি প্রদান করে Submit বাটন ক্লিক করুন
  • সাবমিট বাটন ক্লিক করে দিলে আপনাদের একাউন্টে ভেরিফিকেশনের জন্য চালু হয়ে যাবে

ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়

উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ভিডিও ভেরিফাই ভিডিও ভিডিও আপলোড করবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। একাউন্ট যদি ভেরিফাই হয়ে যায় তবে আপনারা এই ভিডিও আপলোড করার মাধ্যমে সেখানে যে পরিমাণ ভিউজ আসবে সে পরিমাণ ভিউজের মাধ্যমে আপনার টাকা ইনকাম করতে পারবেন। বাংলাদেশে বর্তমান বেকাররা youtube এর প্রতি অনেক আগ্রহ অগ্রসর হচ্ছে বা আগ্রহ প্রকাশ করছেন এর মাধ্যমে তারা প্রতি মাসে হাজার হাজার ডলার টাকা ইনকাম করছে। ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার টাকা পাবেন ।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button