এসএমএসের মাধ্যমে এইচএসসি ফলাফল চেক করার নিয়ম ২০২৩
মোবাইল SMS মাধ্যমে সকল বোর্ডেরএইচএসসি/ভোকেশনাল/আলিম রেজাল্ট
এসএমএসের মাধ্যমে এইচএসসি ফলাফল ২০২৩ চেক করার নিয়ম – বিশ্বব্যাপী করোনা মহামারীর সময়টাতে বাংলাদেশের সকল শিক্ষাকার্যক্রম স্থগিত রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে এইচএসসি পরীক্ষা এক বছর অনুষ্ঠিত হয় নি। শিক্ষার্থীরা অটোপাশ পদ্ধতিতে উত্তীর্ণ হয়। পরিবর্তীতে করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে সিলেবাস সংক্ষিপ্ত করে এক বছর এইচএসসি পরীক্ষা নেয়া হয়। এবার, ২০২৩ সালে বর্ধিত সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার ফলাফলের জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজ আমরা ২০২৩ সালের এইচএসসি ফলাফল দেখার একটি উপায় নিয়ে আলোচনা করবো।
প্রযুক্তির উৎকর্ষ সাধনের সাথে সাথে দৈনন্দিন জীবনের কাজ করা আরও সহজ থেকে সহজতর হচ্ছে। পূর্বে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার জন্য সবাইকে নিজের নিজের শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় করতে হতো। কলেজগুলা ফলাফল দেখার সুযোগ দিলেই শুধু জানা যেত কাঙ্ক্ষিত ফলাফল৷ তবে, এখন ঘরে বসেই বিভিন্ন পদ্ধতিতে ফলাফল দেখা যায়! এর মধ্যে একটি উল্লেখযোগ্য উপায় হচ্ছে মোবাইলের ক্ষুদে বার্তা।
এসএমএসের মাধ্যমে এইচএসসি ফলাফল ২০২৩
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার সুযোগ রাখা হয়েছে অনেক আগে থেকেই। বর্তমানে অনলাইন ওয়েবসাইটসহ আরও উপায় রাখা হয়েছে ফলাফল যাচাই করার জন্য। এর মধ্যে এসএমএস খুব সহজ পদ্ধতি এবং সববয়সী মানুষেরাই এটা ব্যবহার করতে পারে। পাশাপাশি, যেকোন ধরণের মোবাইল থেকেই এ পদ্ধতিতে ফলাফল দেখা যায় এবং এজন্য কোনো ধরণের ডাটা কানেকশনের প্রয়োজন হয় না।
এসব দিক বিবেচনায় মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখাকে অন্যতম সহজ উপায় বলে বিবেচনা করা যায়। আজকে আমরা এই উপায়ে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো
আমরা এখানে প্রশ্নোত্তর পদ্ধতিতে আলোচনা এগিয়ে নেয়ার চেষ্টা করবো।
- মোবাইলে কখন ফলাফলা দেখা যাবে?
HSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 26 November
HSC 2023 Result Check by SMS
৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি সময় দেওয়ায় ওই দিন ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশের পর শিক্ষার্থীরা তা জানতে পারবে।
মূলত আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পরপরই এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। সাধারণত দুপুর ২ টার পর ফিরতি এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যায়। এর পূর্বে এসএমএস পাঠালেও তার রিপ্লাই পাওয়া যায় না।
এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার ধাপ
– এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার ধাপগুলো যেকেউ অনুসরণ করার মতো সহজ। সঠিক ফরমেট অনুসরণ করে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফলা দেখা যায়। সঠিক ফরমেট না মেনে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল দেখাবে না। নিচে ধাপগুলো বিস্তারিত দেয়া হলো–
- যেকোন ধরণের মোবাইলের মেসেজ অপশনে যান। টেক্সটে গিয়ে HSC লিখুন।
- তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম ৩ সংখ্যার নাম লিখুন। যেমন: আপনার বোর্ড যদি ঢাকা হয়, তাহলে আপনাকে DHA লিখুন।
- পরে একটি স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখুন।
- আবারো একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার পাশের বছর লিখতে হবে।
- সবশেষে 16222 নম্বরে মেসেজটি সেন্ড করুন।
উদাহরণ: এইচএসসি <স্পেস> DHA <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর [ HSC DHA 101010 2023 ]
- ঢাকা শিক্ষা বোর্ড: DHA
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI
- রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ
- যশোর শিক্ষা বোর্ড: JES
- সিলেট শিক্ষা বোর্ড: SYL
- কুমিল্লা শিক্ষা বোর্ড: COM
- দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN
- বরিশাল শিক্ষা বোর্ড: BAR
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN
- মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD
- কারিগরি শিক্ষা বোর্ড: TEC
- কি ধরণের ফলাফল দেখা যাবে?
– এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার ক্ষেত্রে ফিরতি এসএমএসে আপনার নাম, রোল কনফার্ম করে GPA দেখাবে। এর পাশাপাশি সবগুলো সাবজেক্টের গ্রেড পয়েন্টও দেখাবে। তবে, কোনো বিষয়ের মার্কস এক্ষেত্রে দেখা যাবে না
- এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে টাকা লাগবে?
– না। আপনাকে এসএমএস পাঠাতে স্ট্যান্ডার্ড চার্জ অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে। মোবাইল কম্পানিগুলো আপনার এসএমএস পাঠানোর টাকা কেটে রাখবে। সাধারণভাবে এসএমএস পাঠাতে ২ টাকা খরচ করতে হবে। অতিরিক্ত কোনো চার্জ সাধারণত কাটা হয় না ফলাফল দেখার জন্য
পরিশেষে, অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করা প্রত্যেক শিক্ষার্থীকে শুভকামনা জানাই। সবাই আশানুরূপ ফলাফল লাভ করুক। আজকের আলোচনায় কারও যদি কিছুটা উপকার হয়, তবে লেখা সার্থক হয়েছে বলে মনে করবো