HSC Result

এইচএসসি রেজাল্ট দেখার উপায় ২০২৩ মার্কশিট ও নাম্বার সহ – সকল বোর্ডের Hsc মার্কশীট দেখুন

ইন্টারনেট/ এসএমএস মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

4.5/5 - (2 votes)

এইচএসসি রেজাল্ট দেখার উপায় –  উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা HSC পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই বছরের উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করার পর। শিক্ষার্থীরা মূলত নিজেদের পছন্দমত তিনটি বিভাগে (বিজ্ঞান, ব্যবসা, কলা) ভাগ হয়ে দুইবছর পড়াশোনার পর এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে উচ্চশিক্ষা অর্জনের যোগ্যতা লাভ করে। এজন্য HSC পরীক্ষার ফলাফল খুবই গুরুত্ব বহন করে। এজন্য শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও উদ্বিগ্ন থাকেন এই ফলাফলের জন্য। তাই সকলে যাতে খুব সহজে HSC পরীক্ষার ফলাফল দেখতে পারেসেজন্যই আমাদের আজকের এ আয়োজন।

এইচএসসি রেজাল্ট দেখার উপায় ২০২৩, মার্কশিট ও নাম্বার সহ HSC রেজাল্ট দেখার নিয়ম, সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩, মার্কশীট সহ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম,এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার উপায়,ইন্টারনেটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম জেনে রাখুন।

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

যদিও বর্তমানের এইচএসসি পরীক্ষার্থীরা ২৩ টি পাবলিক পরীক্ষায় ইতোমধ্যে অংশগ্রহণ করে ফেলেছে। প্রত্যেকবার বোর্ড ফলাফল দেখার জন্য অনলাইন, মোবাইল এসএমএস পদ্ধতি ব্যবহার করেছে। কিন্তু দু বছর পর আগের পদ্ধতি মনে থাকবে না স্বাভাবিক। এজন্য আমরা আজকের আয়োজন করেছি। আপনাদেরকে পদ্ধতিগুলো বিস্তারিত ভেঙে ভেঙে বলবো। যাতে রেজাল্ট দেখতে আপনাদের সমস্যা না হয়। বিশেষ করে ডিটেইল মার্কস সহ মার্কশিট বের করার নিয়ম।

শেষ এইচএসসি পরীক্ষা শুরু হয় ২০২২ সালের নভেম্বরে। সেই পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হয়েছে ৮ ই ফেব্রুয়ারি। ফলাফল প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ৭৯ ই ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের প্রস্তাব পাঠায়। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ৮ ই ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হয়।

সাধারণত, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। তারপরই সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই আনুষ্ঠানিকতার পরই সবাই অনলাইনে বা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। সাধারণত, দুপুর ২ টার আশপাশ থেকে ফলাফল জানা যায় অনলাইনে বা এসএমএসের মাধ্যমে।

ইন্টারনেটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ২০২৩ রেজাল্ট মার্কশিট সহ দেখতে নীচের পদ্ধতি অনুসরণ করতে পারেন 

বাংলাদেশের সরকারী ওয়েবসাইট educationboardresults.gov.bd ভিজিট করে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। এই ওয়েবসাইটে বর্তমান সাল ব্যতিত পূর্ববর্তী সকল সালের HSC পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। 

উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে HSC সিলেক্ট করুনপরীক্ষার সাল (2022) সিলেক্ট করুনআপনার বোর্ডরোল নম্বররেজিস্ট্রেশন নম্বর এইসব, প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়ার পরপরই মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় অতিরিক্ত চাপ পড়ার কারণে সরকারি ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যায়।

তখন, ওয়েবসাইটে প্রবেশই করা যায় না। Error show করে। বিকল্প হিসেবে eboardresults ওয়েবসাইটে গিয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল মার্কশিট সহ পেয়ে যাবেন। এই দুই পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ে খুব সহজেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবেন।

www education board gov bd hsc result 2023 Link

এইচএসসি ২০২২ এর গ্রেডিং সিস্টেম

Marks RangeGrade PointsGrade
80 – 1005.00A+
70 – 794.00A
60 – 693.50A-
50 – 593.00B
40 – 492.00C
33 – 391.00D
0 – 320.00F

এসএমএস দিয়ে এইচএসসি ফলাফল ২০২২ দেখার উপায় 

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার সুযোগ রাখা হয়েছে অনেক আগে থেকেই। বর্তমানে অনলাইন ওয়েবসাইটসহ আরও উপায় রাখা হয়েছে ফলাফল যাচাই করার জন্য। এর মধ্যে এসএমএস খুব সহজ পদ্ধতি এবং সববয়সী মানুষেরাই এটা ব্যবহার করতে পারে।

পাশাপাশি, যেকোন ধরণের মোবাইল থেকেই এ পদ্ধতিতে ফলাফল দেখা যায় এবং এজন্য কোনো ধরণের ডাটা কানেকশনের প্রয়োজন হয় না। এসব দিক বিবেচনায় মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখাকে অন্যতম সহজ উপায় বলে বিবেচনা করা যায়। আজকে আমরা এই উপায়ে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো

আপনার হ্যান্ডসেটের মেসেজ অপশনে যান। 

– HSC <space> আপনার বোর্ড নাম ( প্রথম তিনটি লেটার উল্লেখ করুন)  <space> আপনার রোল নং  <space> 2022 লিখে 16222 নাম্বারে মেসেজ পাঠিয়ে দিন। উদাহরণস্বরূপ : 

  • General Board : HSC<space> DHA<space>194496<space>2022 Send it 16222 Madrasa Board : HSC<>MAD<>Roll<>Year Send it 16222 

  • Technical Board: HSC<>TEC<>Roll<>Year Send it 16222 

ফিরতি মেসেজে রেজাল্ট জানিয়ে দেয়া হবে। এই পদ্ধতিতে খুব সহজেই এইচএসসি (HSC) রেজাল্ট ২০২৩ দেখতে পারবেন।  সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button