HSC Result

ময়মনসিংহ শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ | এইচএসসি রেজাল্ট ২০২৩ ময়মনসিংহ বোর্ড

ময়মনসিংহ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল 2023 দেখার ‍পদ্ধতি

5/5 - (1 vote)

ময়মনসিংহ শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ – একজন মানুষের প্রাতিষ্ঠানিক পুরো শিক্ষাকে বাংলাদেশে কয়েকটি ধাপ অনুযায়ী সাজানো হয়। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা। প্রত্যেকটি ধাপ পার হলেই পরের ধাপের জন্য যোগ্য বিবেচিত হয়। প্রাথমিক শিক্ষা সরকার সকলের জন্য বাধ্যতামূলক করেছে। সাক্ষরতার হার বৃদ্ধিকল্পে এই সিদ্ধান্ত নেয়া হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষার সিড়ি হিসেবে কাজ করে। তাই, উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। দু বছরের এই কোর্স শেষে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা HSC(Higher Secondary Certificate) নামেও পরিচিতপরীক্ষাটিতে অংশগ্রহণ করে। বাংলাদেশে সর্বশেষ উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালে।

এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় মূলত পুরো বাংলাদেশকে ভাগ করা কয়েকটি বোর্ডের অধীনে। বোর্ড গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহবোর্ডের অধীনে ২০২২ সালে শেষ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় পুরো বাংলাদেশের সাথে। উক্ত পরীক্ষার ফলাফল প্রত্যাশিদের জন্য আজকে আমাদের এই আয়োজন। আমরা আজকে ময়মনসিংহবোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা কিভাবে ফলাফল দেখবে সেই বিষয়ে আলোচনা করবো।

এইচএসসি রেজাল্ট ২০২৩ ময়মনসিংহ বোর্ড

ময়মনসিংহবিভাগের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোই মূলত ময়মনসিংহশিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সারা বাংলাদেশের মতই এই বোর্ডের ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে ২৬ নভেম্বর । HSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ২৬ নভেম্বর । আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি সময় দেওয়ায় ওই দিন ফল প্রকাশ করা হবে।

নিয়ম অনুযায়ী, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশের পর শিক্ষার্থীরা তা জানতে পারবে।

ময়মনসিংহ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল 2023 দেখারপদ্ধতি

পূর্বে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার জন্য সকলকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো। তবে প্রযুক্তির উৎকর্ষ সাধনের সাথে সাথে সবকিছু এখন ডিজিটাইজড করায় ঘরে বসেই ফলাফল দেখা যায়। এইচএসসি পরীক্ষার ফলাফল দুইভাবে পাবলিশ করা হয়। প্রাতিষ্ঠানিক ফলাফল এবং ব্যক্তিগত ফলাফল। প্রাতিষ্ঠানিক ফলাফলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ফলাফল দেখা যায়। অন্যদিকে ব্যক্তিগত ফলাফল একজন শিক্ষার্থী শুধু নিজের ফলাফল দেখতে পারে।

ব্যক্তিগত ফলাফল দেখার জন্য কিছু তথ্য সরবরাহ করার মাধ্যমে খুব সহজেই রেজাল্ট চেক করতে পারে সবাই। ময়মনসিংহশিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘরে বসে অনলাইনে বা এসএমএসের মাধ্যমে চেক করা যায়। নিচে দুইটি পদ্ধতিই ধাপে ধাপে উল্লেখ করা হলো

অনলাইনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩

ময়মনসিংহবোর্ডের এইচএসসি পরীক্ষার ব্যক্তিগত ফলাফল দেখার জন্য পরীক্ষার রোল নাম্বার ও রেজিষ্ট্রেশন নাম্বার প্রয়োজন। বিভিন্ন সময়ে ফলাফল বিষয়ভিত্তিক নাম্বারসহ অথবা নাম্বার ছাড়া দেখা যায়। হাতের কাছে রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বার রেখে নিচের পদ্ধতি অনুসরণ করলেই খুব সহজে ফলাফল দেখা যাবে

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন।
  2. তারপর এইচএসসি নিবার্চন করুন।
  3. এবার বছর এর ঘরে ২০২৩ সিলেক্ট করুন
  4. তারপরের ঘরে আপনাকে বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে ময়মনসিংহশিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করুন।
  5. আপনার রোল নাম্বার লিখুন।
  6. এরপরের ঘরে আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  7. তারপরে ক্যাপচা পূরণ করুন। এজন্য বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (+=)
  8. পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

এসএমএস দিয়ে ময়মনসিংহশিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফল ২০২৩

ময়মনসিংহবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল মোবাইলে এসএমএসের মাধ্যমেও চেক করা যায়। নিম্নের ধাপগুলো অনুসরণ করে সঠিক ফরমেটে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে আপনাকে রেজাল্ট পাঠিয়ে দেয়া হবে। নিম্ন ধাপগুলো উল্লেখ করা হলো

  • প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখতে হবে।
  • তারপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম ৩ সংখ্যার নাম লিখুন। যেমন: আপনার বোর্ড যদি ময়মনসিংহ হয়, তাহলে আপনাকে MYM লিখতে হবে।
  • পরে একটি স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখতে হবে।
  • আবারো একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার পাশের বছর লিখতে হবে।
  • শেষে 16222 নম্বরে পাঠান।

উদাহরণ: এইচএসসি <স্পেস> ডিএইচএ <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর [ HSC MYM 101010 2023 ]

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিগত এইচএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক চিত্র

শিক্ষার্থী সংখ্যা : 189169

পাশের হার : 95.71%

জিপিএ : 7687

পরিশেষে, পরিশেষে ময়মনসিংহ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা সকল শিক্ষার্থীকে শুভকামনা। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে তারা দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবেএই আশায় এখানেই শেষ করছি আজ!

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button