আজকে 15 ফেব্রুয়ারি দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি বৃত্তি রেজাল্ট প্রকাশিত হবে। এসএসসি বৃত্তি রেজাল্ট খোঁজ করছেন তাদেরকে বলব আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে ফলাফল চেক করতে পারবেন। 11 টি শিক্ষাবোর্ডের এসএসসি বৃত্তি রেজাল্ট আমাদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
এবছর বাংলাদেশ সরকার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ 25000 হাজার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে। কোন বোর্ডের শিক্ষার্থী কতজন বৃত্তি পাবে ইতোমধ্যে প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডের মেধা বৃত্তি পাবে 906 জন এবং সাধারণ বৃত্তি পাবে 5900 জন। রাজশাহী বোর্ডের সাধারণ বৃত্তি পাবে 2799 জন এবং মেধা বৃত্তি পাবে 507 জন।
এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২৩ pdf
ময়মনসিংহ বোর্ডের সাধারণ বৃত্তি পাবে 648 জন এবং মেধা বৃত্তি পাবে 185 জন। কুমিল্লা বোর্ডের সাধারণ বৃত্তি পাবেন 2971 জন এবং মেধা বৃদ্ধি পাবে 270 জন। সিলেট বোর্ডের সাধারণ বৃত্তি পাবে 1429 জন এবং মেধা বৃত্তি পাবে 90 জন। বরিশাল বোর্ডের সাধারণ বৃদ্ধি পাবে বারোশো 83 জন এবং মেধা বৃত্তি পাবে 187 জন। চিটাগাং বোর্ড এর সাধারণ বৃত্তি পাবে 1916 জন এবং মেধা বৃদ্ধি পাবে 235 জন। দিনাজপুর বোর্ডের অধীনে সাধারণ বৃত্তি পাবে 2400 জন এবং মেধা বৃত্তি পাবে 371 জন।
সরকার দেশের 11টি শিক্ষা বোর্ডের সর্বমোট 25000 শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে। বাংলাদেশ সরকারি তথ্যমতে জানা গেছে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক 600 টাকা এবং বছরে একটাই 900 টাকা পাবে এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত মাসে 350 টাকা এবং বছরে এককালীন 450 টাকা পাবে।
দাখিল বৃত্তির ফলাফল ২০২৩ Check Heere
টেকনিক্যাল বোর্ড বৃত্তির ফলাফল ২০২৩ Check Here