Ramadan

ইফতারের দোয়া | ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

ইফতারের দোয়া অর্থসহ বাংলা উচ্চারণ

Rate this post
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ প্রকাশ করা হলো। আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা সকল মুসলিম পাঠকদের সুবিধার্থে ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ প্রকাশ করছি। পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে ইতোমধ্যে। পবিত্র রমজান মাসের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে আমরা ইফতারের দোয়া ও সেহরির দোয়া বাংলা অর্থসহ উচ্চারণ প্রকাশ করছি।
এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সকল জেলার ইফতার ও সেহরীর সময়সূচি দেখতে পারবেন। তারাবির নামাজের দোয়া ও নিয়ত। ইফতারের দোয়া ও ইফতারের নিয়ত। সেহরির দোয়া ও সেহরি নিয়ত সহ পবিত্র মাহে রমজানের সকল কার্যক্রম জানতে পারবেন। ‌ এখন আমরা আপনাদের মাঝে পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কিত সকল তথ্য প্রকাশ করব সেই সাথে ইফতারের দোয়া বাংলা ভাষায় তুলে ধরব।

ইফতারের দোয়া

ইফতারের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ইফতারের দোয়া জানি আবার অনেকেই ভুলে গেছি। আবার অনেকেই আছে যারা কুরআন শরীফ পড়তে জানি না তাদের সুবিধার্থে মূলত আজকে ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ অর্থ প্রকাশ করছি। এখান থেকে আপনি বাংলা ভাষায় ইফতারের দোয়াটি সংগ্রহ করতে পারবেন সেই সাথে দোয়াটি তাৎপর্য গুরুত্ব উপলব্ধি করতে পারবেন।
পবিত্র রমজান মাসে রোজা বা সিয়াম পালন করা যেমন ফরজ তেমনি রোজার ইফতার সঠিক সময় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইফতার করার সময় অবশ্যই দোয়া পড়ে তারপর ইফতার করতে হবে। ‌ তবে আমরা অনেকেই ইফতারের দোয়া পড়তে ভুলে যাই বা ইফতারের দোয়া পরি না। যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা ইফতারের দোয়া ভালোভাবে জানে কিন্তু যারা কোরআন শরীফ পড়তে জানিনা এদের মধ্যে অনেকেই ইফতারের দোয়া জানেনা। ‌ তাই এখন বাংলা উচ্চারণ সহ ইফতারের দোয়া অর্থ প্রকাশ করা হলো এখানে। ‌

ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

আজকের এই পোষ্টটির মধ্যে আমরা ইফতারের দোয়া বাংলা উচ্চারণসহ প্রকাশ করেছি। ‌ আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন যারা কোরআন শরীফ পড়তে জানে না তাদের কাছে এই আর্টিকেলটি শেয়ার করুন এখান থেকে তারা ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ জানতে পারবে।
পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য প্রতিটি মুসলমানকে ইফতারের দোয়া সম্পর্কে সুস্পষ্ট রাখতে হবে এবং ইফতারের সময় ইফতারের দোয়া পড়ে ইফতার করতে হবে। ইফতারের দোয়া পবিত্র রমজানের ইফতারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে জানতে সহায়তা করবে। আপনাদের সুবিধার্থে নিচে ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ অর্থ তুলে ধরা হলো।

ইফতারের দোয়া অর্থসহ বাংলা উচ্চারণ

يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ

উচ্চারণ: ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী।

অর্থঃ হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন। (শু‘আবুল ঈমান: ৩/৪০৭)

بِسْمِ اللهِ وَعَلى بَرَكَةِ اللهِ

বিসমিল্লাহি ওয়া ‘আলা বারাকাতিল্লাহ বলে ইফতার শুরু করবে এবং ইফতারের পর নিম্নের দুটি দোয়া পড়বেঃ

اَللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلي رِزْقِكَ اَفْطَرْتُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিযকিকা আফতারতু।

অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি, এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করলাম। (আবূ দাঊদ: ১/৩২২)

ذَهَبَ الظَّمَأُ وَابْـتَلَّتِ العُرُوْقُ وَثَبَتَ الاَ جْرُ اِنْ شَاءَ الله تَعَا لى
উচ্চারণ: যাহাবাযযমা ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তায়ালা।

অর্থঃ পিপাসা দূরিভূত হয়েছে, ধমনীসমূহ সতেজ হয়েছে, এবং ইনশাআল্লাহ রোজার সওয়াব নিশ্চিত হয়েছে। (আবূ দাঊদ: ১/৩২১)

কারো দাওয়াতে ইফতারি করলে মেজবানের উদ্দেশে এই দোয়া পড়বেঃ

اَفْطَرَعندكم الصائمون واكل طعامكم الابرار وصلت عليكم الملئكة

উচ্চারণ: আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তাআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা।

অর্থঃ আল্লাহ করুন যেন রোজাদাররা তোমাদের বাড়ীতে রোজার ইফতার করে এবং নেক লোকেরা যেন তোমাদের খানা খায় এবং ফেরেশতারা যেন তোমাদের উপর রহমতের দু‘আ করে। (আসসুনানুল কুবরা, নাসাঈ ৬:৮১)

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button