Train Schedule

করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য, ভাড়ার তালিকা ও ছুটির দিন

Korotoa Express Train Schedule, Ticket Prices, Fare List and Holidays

3.5/5 - (2 votes)

করতোয়া এক্সপ্রেস (Korotoa Express )ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য, ভাড়ার তালিকা ও ছুটির দিন |  উপরোক্ত শিরোনাম দেখে এতক্ষণে বুঝে গেছেন আমকের আলোচনার বিষয় কি হতে চলেছে। আজকে আমরা বাংলাদেশ এর অন্যতম ট্রেন সেবা ব্যবস্থা করতোয়া এক্সপ্রেস নিয়ে আলোচনা করতে চলেছি। এই ট্রেন পরিসেবাটি রাষ্ট্রপ্রতি হুসেইন মুহম্মদ এরশাদ এর সময় কাল হতে সার্ভিস দিয়ে আসছে আপনারা যদি আরামদায়ক ভ্রমনের মজা নিতে চান তাহলে এই ট্রেন এ আপনাকে একবার হলেও ভ্রমণ করতে হবে।

বাংলাদেশের একমাত্র আন্তনগর ট্রেন হিসেবে এটি সামান্তার হতে বুড়িমারী পযন্ত নিয়মিত যাতায়াত করে থাকে। এই ট্রেন টির নাম্বার হলো ৭১৪৫১৫। প্রতিদিন এই ট্রেনটির যাতায়াত হয়ে থাকে প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ট্রেন এর সাহায্য যাতায়াত করে থাকে তাদের গন্তব্য স্থানে।

করতোয়া এক্সপ্রেস ট্রেনের বিবরণ

আসুন করতোয়া এক্সপ্রেস সম্পর্কে ধারণা নিই। এই ট্রেন টি সাধারণত উত্তরবঙ্গের ৫টি জেলা বগুড়া রংপুর নওগা গাইবান্ধা এবং লালমনিরহাট জেলা গুলো স্বর্শ করে। ১৯৮৬ সালের ১৭ মার্চ এই ট্রেন টি প্রথম উদ্বোধন করা হয়।অল্প কয়েকদিন এর মাঝেই এটি ব্যপক জনপ্রিয়তা লাভ করে।

  • যাতায়াত ব্যবস্থার ধরনঃ- করতোয়া এক্সপ্রেস ট্রেন।
  • প্রথম যাতায়াত : ১৭ মার্চ ১৯৮৬
  • বর্তমান ব্যবস্থাপকঃ-পশ্চিমাঞ্চল রেলওয়ে।
  • যাতায়াত শুরু:- সান্তাহার। রেলওয়ে স্টেশন
  • বিরতি:- ১৫মিনিট
  • শেষ স্থানঃ- বুড়িমারী রেলওয়ে স্টেশন
  • পরিষেবার হার:- প্রতিদিন।
  • রেল নাম্বারঃ- ৭১৩/৭১৪
  • সীট বিন্যাসঃ- আছে
  • খাদ্য ব্যবস্থাঃ- উন্নত
  • মালপত্রের সুবিধাঃ- বেশ ভালো
  • কারিগরি যাতায়াত গতিঃ- ৮০

করতোয়া এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য

করতোয়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এর মূল্য সম্পর্কে ধারণা নিন। করতোয়া ট্রেনে যাতায়াতের সকল ব্যবস্থা রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি ট্রেনের টিকিট সংগ্রহ করুন। প্রতিটি ট্রেনের বগিতে আলাদা আলাদা করে বিশেষ সুবিধা রয়েছে। আপনারা আপনাদের যাত্রার মান অনুযায়ী সীট বা আসন বেছে নিন। প্রতিটি সীটের মূল্য ১৪৫ এবং ১৭৫. আপনার পছন্দ অনুযায়ী আপনি সীট বাছাই করতে পারবেন।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম – eticket.railway.gov.bd

করতোয়া এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল কালে এই জাইগা গুলোতে থামে। এবং কতটুকু সময় বিশ্রাম নেয় তা বিস্তারিত জানতে পারবেন। ।

  • বগুড়া-০৯:৫৫ মিনিট
  • সোনাতলা-১০ঃ৩০ মিনিট
  • মহিমাগঞ্জ-১০ঃ৪০ মিনিট
  • বোনারপাড়া-১১ঃ০৫ মিনিট
  • গাইবান্ধা-১১ঃ৩০মিনিট
  • বামনডাঙ্গা -১২ঃ২২ মিনিট
  • পীরগাছা-১২ঃ৪০ মিনিট
  • কাউনিয়া- ১২ঃ৫৭ মিনিট
  • লালমনিরহাট-১৩ঃ২৫ মিনিট
  • আদিতমারী -১৩ঃ৪৮ মিনিট
  • কাকিনা- ১৪ঃ০৭ মিনিট
  • তুষভান্ডার -১৪ঃ১৫ মিনিট
  • হাতিবান্ধা-১৪ঃ৪২মিনিট
  • বারকাঁথা – ১৪ঃ৫৬ মিনিট
  • পাটগ্রাম – ১৫ঃ১৮ মিনিট
Eticket.railway.gov.bd – online registration | Online Train Ticket Buy System

যেভাবে টিকিট কাটবেন

টিকিট কাটতে হলে আপনাকে ট্রেন সেবা পরিবহন এর সরকারি বা অফিশিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। সেখান হতে আপনারা ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। করতোয়া এক্সপ্রেস আপনাদের সুবিধার কথা ভেবে অগ্রীম টিকিট ক্রয় করার ব্যবস্থা করেছে রেল সেবা কর্তৃপক্ষ।

বর্তমানে আপনাদের আর লাইন ধরে ট্রেনের টিকিট কাটা লাগেনা।আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং এটির পেমেন্ট, সীট বাছাই হতে শুরু করে যাবতীয় সকল কিছু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। সকল কিছু হাতের মুঠোয় এখন। ১৯৮৬ সালে যাত্রা শুরু হয় করতোয়া এক্সপ্রেস এর।এই অল্প কয়েক বছরের মাঝে এটি বেশ জনপ্রিয়য়তা লাভ করেছে।আপনার সুন্দর এবং আরামদায়ক ভ্রমণের জন্য করতোয়া এক্সপ্রেস ট্রেন সবচেয়ে ভালো বলা যায়। আপনি এখানে সকল সুযোগ সুবিধা লাভ করতে পারবেন।

  1. টেনের ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে (www.esheba.cnsbd.com)
  2. *১৩১# নম্বরে ডায়াল করে এসএমএস এর মাধ্যমে টিকিট বুক করা যাবে.
  3. টিকিটের জন্য কনফার্মেশন মেসেজ পাঠানো হবে, তা যাত্রা ন্যূনতম আধাঘন্টা আগে, সংশ্লিষ্ট রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করতে হবে
  4. তবে যাত্রা দশদিন পূর্ব থেকে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে দেশের যেকোন কম্পিউটারাইজড টিকিট কাউন্টারে এবং ওয়েবসাইটে.

ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের সময়সূচী

Korotoa Express Train Schedule

বর্তমান করতোয়া এক্সপ্রেস ট্রেনের সকল কিছু উন্নত মানের। আপনারা এই ট্রেন এর মাধ্যমে খুব সহজে স্বল্প সময়ের মধ্যে একস্থান হতে অন্য স্থানে যেতে পারবেন। ট্রেন যাত্রা প্রায় সকলের প্রিয়। উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা করতোয়া এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং, পেমেন্ট প্রদান,আসন বিন্যাস,ইত্যাদি সকল বিষয় আলোচনা করলাম। আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজন অনুযায়ী ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে উপরোক্ত আলোচনা টি মনোযোগ দিয়ে পড়ুন।

আবার একনজরে করতোয়া এক্সপ্রেস ট্রেনের সকল কিছু আলোচনা করলাম।আপনারা একটু মনোযোগ দিয়ে লেখাটি পড়ুন। করতোয়া এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়েছিল ১৯৮৬ সালে। এখন পযন্ত এটি বেশ জনপ্রিয় হয়ে আছে। এটির শাখা প্রধানত বর্তমানে ৩ টি এটির ভাড়ার পরিমান ১৪৫ ও ১৭৫ টাকা। এত অল্প পরিমান অর্থ খরচ করে আপনারা এই ট্রেন ভ্রমণের আনন্দ নিতে পারবেন।

আপনারা উপরোক্ত আলোচনার মাধ্যমে সকল প্রকার তথ্য পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। তো আপনারা এখন করতোয় সম্পর্কে সব ধারণা পেয়ে গেলেন।আর দেরি না করে এখনই আপনি যদি একজন ট্রেন ভ্রমন পিয়াসু হয়ে থাকেন তবে একবার হলেও এই ট্রেন ভ্রমণের উপাখ্যান টা উপভোগ করবেন।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button