Admission

সরকারি ল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ : অনলাইন আবেদন ও যোগ্যতা

ল কলেজের ভর্তি যোগ্যতা ও সার্কুলার ২০২৪

5/5 - (1 vote)

সরকারি ল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ : অনলাইন আবেদন ও যোগ্যতা –  একটি সুসংগঠিত সমাজ তৈরির ক্ষেত্রে বিশৃঙ্খলা দমনের জন্য অনেক পদক্ষেপ নিতে হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আইন প্রনয়ণ। সমাজের মানুষের সবার সমান অধিকার সংরক্ষণের জন্য আইন প্রনয়ণ করা হয় এবং এই আইন প্রয়োগের জন্য আইন প্রয়োগকারী সংস্থা তৈরি করা হয়। আইন তৈরি করার পর কেউ বিদ্যমান আইন ভাঙলে তার বিচার করা হয়। এজন্য তৈরি করা হয় বিচারালয়।

তবে, আইন প্রয়োগ এবং বিচারের সময় বিভিন্ন ক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সমস্যা তৈরি হয়। অপরাধী প্রমাণ করা, নিরপরাধ কে শাস্তির হাত থেকে রক্ষা করাসর্বোপরি ন্যায় বিচার নিশ্চিতের জন্য বিচার ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে উকিল। সুবিচার নিশ্চিত করতে আইন ব্যবস্থার সাথে জড়িত সবার আইন সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হয়। এজন্য প্রয়োজন নিবিড় অধ্যায়ন।

সরকারি ল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করার একটি অন্যতম স্থান হচ্ছে লকলেজ। মূলত বাংলাদেশে যারা আইনের পেশায় আসতে চাচ্ছেন, তাদের জন্য একটি পছন্দের জায়গা হচ্ছে সরকারি আইন কলেজগুলো। আজ আমরা এই প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করবো। বিশেষ করে এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার উপায় এবং সবশেষ ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কেও জানাবো।

যারা ছোটবেলা থেকেই বিভিন্ন কারণে আইন পেশায় আসতে চান, তাদের জন্যই আজকের আয়োজন। বিশেষভাবে যারা এখন প্রাতিষ্ঠানিক আইন পড়াশোনার জন্য প্রস্তুত, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। বর্তমানে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আইন বিষয়ে পড়াশোনার জন্য সরকারি লকলেজগুলোতে মানুষ ভর্তি হতে আগ্রহী হয়ে উঠছে।

সামাজিকভাবে এটিকে একটি সম্মাজনক পেশা হিসেবে দেখা হয়। তাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন আইন পেশার ব্যাপারে। তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, খুব সম্প্রতি সরকারি ল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটার বিস্তারিত আমরা আলোচনা করবো এখানে। পুরো লেখা পড়লে নিশ্চিতভাবেই উপকৃত হবেন সবাই।

ল কলেজের ভর্তি সার্কুলার ২০২৪

ল কলেজে আইন বিষয়ে কোর্স বা এলএলবি কোর্স করার জন্য কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রথমেই কর্তৃপক্ষের দেয়া যোগ্য প্রার্থী বাছাইয়ের শর্তগুলো পূরণ করতে হবে। পরবর্তীতে আবেদন করতে হবে। যাচাইয়ের জন্য ডাকা হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে৷ উপযুক্ত বিবেচিত হলে ল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন আপনি। পুরো প্রক্রিয়াটি নিচে বিস্তারিত দেয়া হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ল কলেজ ভর্তি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। এখানে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা নির্দিষ্ট সময়ে কলেজে জমা দিতে হবে এবং আবেদনকারীদের স্নাতক পর্যায়ের উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেই কলেজগুলো নিয়ে আলাদাভাবে মেধা তালিকা করা হবে। www.nu.ac.bd/admissions এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং নির্দেশনা সম্পর্কে জানতে পারবেন।

ল কলেজের ভর্তি যোগ্যতা

সবার প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বা স্বীকৃত তিন বছর মেয়াদী স্নাতক পাস বা ডিগ্রী সম্মান অনার্স চার বছরের মেয়াদ পরীক্ষার নূন্যতম ৪০% মার্কস পেলে প্রার্থীরা আবেদন করতে পারবে। নূন্যতম ২.০ সিজিপিএ প্রার্থী থাকতেই হবে।

এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় ৪০% কিংবা ২.০ সিজিপিএ থাকলে ওই প্রার্থী এলএলবি শেষ বর্ষের ভর্তির আবেদনের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

এলএলবি আবেদনকারী প্রাথমিক আবেদন ফরম পূরণ 

আবেদনকারী কে ভর্তি কৃত ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর পছন্দের কোর্স টি সিলেট করতে হবে। 

  • ওয়েবসাইটে প্রদত্তিত প্রার্থীর তথ্য থাকে প্রার্থীর রোল , বিশ্ববিদ্যালয়ের নামপাশের সন ব্যক্তিগত ইমেইল নাম্বার ও প্রার্থীর কন্টাক্ট নাম্বারটি এন্টি করতে হবে।
  • প্রাথমিক আবেদন ফরমটি পূরণ করার সময়প্রার্থীকে সতর্কতার সাথে তার নিজ নাম ,তার পিতামাতার নামশিক্ষা গত যোগ্যতা ও জন্মতারিখ নির্ভুলভাবে দেখে নিতে হবে। 
  • এছাড়া প্রার্থীর স্নাতক পর্যায়ে অর্জিত সনদ ও মার্কশিটের সনদপত্র সত্যায়িত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য কোন শিক্ষা কার্যক্রমে আমি জড়িত নেই সেটা এন্ট্রি করতে হবে। 
  • ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী ভর্তি সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত প্রার্থীদের মেনে নিতে হবে।
  • আবেদনকারী স্বাক্ষরকৃত একটি অঙ্গীকারনামাঅনলাইনে স্ক্যান করে আপলোড করা লাগবে। এই ভর্তি ফরম এ প্রার্থীর কোন তথ্য ভুল থাকলে বা অসত্য বলে প্রমাণিত হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় প্রার্থীর ভর্তি বাতিল করতে পারে। 
  • সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে submit Application ক্লিক করতে হবে। তারপর প্রার্থীর রোল ও পিন কোড প্রদর্শিত হবে। আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে A4 সাইজ কাগজে প্রিন্ট করে বের করে নিতে হবে।
  • আবেদন ফরমের প্রিন্ট কপি সহ প্রার্থীর স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত নাম্বার পত্ররেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপিপ্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা সহসংশ্লিষ্ট কলেজ প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে জমা দিতে হবে।

শেষ কথা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট কলেজ ৭১ টি। আপনি যাতে খুব সহজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সেজন্য আমাদের এ প্রচেষ্টা। আপনি ভর্তি হয়ে দেশের সেবায় এগিয়ে আসবেনএ কামনা করে আজকের মতো শেষ করছি।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button