কিভাবে HSC রেজাল্ট দেখবো 2023 ? অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২৩
নম্বর সহ hsc ফলাফল 2023 মার্কশিট
কিভাবে HSC ফলাফল 2023 পাবেন – উচ্চমাধ্যমিক পরীক্ষা বা HSC (Higher Secondary Certificate) বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। উচ্চশিক্ষায় নিজেকে শিক্ষিত করার পূর্বশর্ত হচ্ছে HSC পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েই সবাই গ্রাজুয়েশন করার জন্য উপযুক্ত হয়৷ তাই, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে HSC পরীক্ষা নিয়ে প্রচুর আগ্রহ, ভয় ও দুশ্চিন্তা থাকে। বিশেষ করে ফলাফল প্রকাশের আগমুহূর্তে এই ধরণের অনুভূতি অনেক বৃদ্ধি পায়।
আর কিছুদিন পরই ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলা প্রকাশ পাবে। উক্ত ফলাফলের জন্য অপেক্ষমান সকল শিক্ষার্থী এখন সেই পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের অনেকের দুশ্চিন্তা পরীক্ষার ফলাফল নিয়ে। তাদের ফলাফল দেখার দুশ্চিন্তা কিছুটা লাঘব করার জন্য আমাদের আজকের এ আয়োজন।
আমরা এখানে পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হবে, কিভাবে ফলাফল দেখতে হবে, কোন কোন উপায়ে ফলাফল চেক করা যায়– এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
HSC 2023 পরীক্ষা শুরু হয় গত ১৭/৮/২০২৩ তারিখে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবারের পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে। আইসিটি ব্যতীত অন্য বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সিলেবাসের এ পরীক্ষার মাধ্যমে করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পেরেছে। বর্তমানে তারা ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
HSC 2023 এর ফলাফল প্রকাশের সময়
HSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ২৬ নভেম্বর । আগামী ২৬ নভেম্বর ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রী ২৬ নভেম্বর সময় দেওয়ায় ওই দিন ফল প্রকাশ করা হবে।
নিয়ম অনুযায়ী, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশের পর শিক্ষার্থীরা তা জানতে পারবে।
প্রধানমন্ত্রীর কাছে ফলাফল উপস্থাপনের পর থেকেই শিক্ষার্থীদের ফলাফল জানার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সাধারণভাবে দুপুর ২ টার পর থেকে সর্বসাধারণের জন্য ফলাফল দেখার সুযোগ করে দেয়া হয়।
এইচএসসি পরীক্ষার ফলাফল 2023 দেখার পদ্ধতি
পূর্বে ফলাফল দেখা ছিলো ঝামেলাপূর্ণ কাজ। ফলাফল দেখার জন্য কলেজে যেতে হতো। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। যতো সময় যেতো, তত টেনশন তৈরি হতো। এই ধরণের পরিস্থিতি যারা সামনাসামনি দেখেছে– তারা বর্তমানে কিছুটা আশ্বস্ত হতে পারে। বর্তমানে ফলাফল দেখার জন্য বিভিন্ন পদ্ধতি আছে।
সম্পূর্ণ বাসায় বসেই যে কেউ সহজেই ফলাফল দেখতে পারে। বাসায় বসে ফলাফল দেখার দুটি প্রধান উপায় হচ্ছে – অনলাইন এবং এসএমএস। এইদুটি পদ্ধতিই পূর্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা হবে আজকের লেখায়।
অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২৩
অনলাইনের এ যুগে ইন্টারনেট প্রায় সবার হাতে হাতেই থাকে। তাই, ইন্টারনেট ব্রাউজ করার মাধ্যমে ফলাফল দেখা খুব একটা কঠিন কাজ হবে না কারও জন্যই। তাই নিচের ধাপগুলো অনুসরণ করে ফলাফল দেখে নিন খুব সহজেই ।
- ১ম ধাপঃ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- ২য় ধাপঃ পরীক্ষার নাম এইচএসসি সিলেক্ট করতে হবে
- ৩য় ধাপঃ পরীক্ষার সাল 2023 সিলেক্ট করতে হবে
- ৪র্পথ ধাপঃ পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- ৫ম ধাপঃ এইচএসসি পরীক্ষার রোল নম্বর বসাতে হবে
- ৬ষ্ঠ ধাপঃ এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে
- ৭ম ধাপঃ দুটি সংখ্যার যোগফল সামনের ফাঁকা করে বসাতে হবে
- ৮ম ধাপঃ সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
এভাবে ধাপে ধাপে খুব সহজে ফলাফল দেখা যাবে।
এসএমএস দিয়ে এইচএসসি ফলাফল ২০২৩
বর্তমানে অনলাইন ওয়েবসাইটসহ আরও উপায় রাখা হয়েছে ফলাফল যাচাই করার জন্য। এর মধ্যে এসএমএস খুব সহজ পদ্ধতি এবং সববয়সী মানুষেরাই এটা ব্যবহার করতে পারে। পাশাপাশি, যেকোন ধরণের মোবাইল থেকেই এ পদ্ধতিতে ফলাফল দেখা যায় এবং এজন্য কোনো ধরণের ডাটা কানেকশনের প্রয়োজন হয় না। তাই, এই পদ্ধতিতেও অনেকে চেষ্টা করেন ফলাফল জানার জন্য। নির্দিষ্ট ফরমেট মেনে এসএমএস সেন্ড করলে এ পদ্ধতিতেও খুব সহজে ফিরতি এসএমএসে ফলাফলা জানা যায়। এর ধাপগুলো নিচে ধাপে বর্ণনা করা হলো–
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে সাধারণ ও কারিগরি শিক্ষা বোর্ডের জন্য HSC এবং মাদ্রসা শিক্ষা বোর্ডের জন্য Alim লিখে একটা <space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি <space> দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে। তারপর আরেকটা <space> দিয়ে পাসের সাল লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল উল্লেখপূর্বক একটা টেক্সট পাঠানো হবে।
এভাবে ধাপগুলো অনুসরণ করে ফলাফল দেখা যাবে । পরিশেষে, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের লিখা এখানেই সমাপ্ত করছি ।