Sports

পাকিস্তান বনাম শ্রীলংকা এশিয়া কাপ ফাইনাল ম্যাচ লাইভ – PAK vs SL Asia Final Match Live Online

পাকিস্তান বনাম শ্রীলংকা এশিয়া কাপ | লাইভ স্কোর আপডেট | live cricket match today

Rate this post

পাকিস্তান বনাম শ্রীলংকা এশিয়া কাপ ফাইনাল ম্যাচ লাইভ – PAK vs SL Asia Final Match Live Online | পাকিস্তান বনাম শ্রীলংকা এশিয়া কাপ | লাইভ স্কোর আপডেট | live cricket match today | আজকে আমাদের আলোচনার বিষয় পাকিস্তান বনাম শ্রীলংকার ফাইনাল ম্যাচটি কিভাবে দেখবেন এবং ম্যাচ রিপোর্ট সম্পর্কে যাবতীয় সকল প্রকার তথ্য নিয়ে আলোচনা। ইতিমধ্যে এশিয়া কাপের সকল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এখন অপেক্ষা পালায় শুধু ফাইনাল ম্যাচের জন্য। আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে পাকিস্তান বনাম শ্রীলংকা।

আজ ১১ সেপ্টেম্বর ২০২২ অর্থাৎ রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচটি শুরু হবে আজ রাত আটটার সময়।  পাকিস্তান বনাম শ্রীলংকার যাবতীয় সকল প্রকার তথ্য ২ দলের স্কোয়াড এবং খেলাটি কিভাবে দেখবেন এই নিয়ে আজকের আমাদের আলোচনাটি শুরু হতে যাচ্ছে ।

এশিয়া কাপ ফাইনাল ম্যাচ লাইভ

গত বছর করোনার কারণে এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত না হলেও এবারের এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে শ্রীলঙ্কায় এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রীলংকার স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি বিপর্যয় ঘটার কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে না। পরবর্তী নির্দেশ মতে এশিয়া কাপ হবে দুবাই। গত ২৭ আগস্ট হতে এশিয়া কাপ শুরু হয়। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

t0-Sb-B6m5zql-K742-OL1yf-RGSeg-CNAKWFY2s-B0-XJUh

সে সময়সূচি অনুযায়ী গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ সকল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে এখন শুধু অপেক্ষার পালা ফাইনাল ম্যাচের।
২০২২ সালে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। উপরোক্ত আলোচনা থেকে আপনাদেরকে আমরা শ্রীলংঙ্কা বনাম পাকিস্তানের ম্যাচ রিপোর্ট সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনাদের মাঝে।

Live Online Free

পাকিস্তান বনাম শ্রীলংকা এশিয়া কাপ ফাইনাল ম্যাচ লাইভ

এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলংঙ্কা বনাম পাকিস্তানের মধ্যে।  দুই দল গ্রুপ পর্বের সকল বাধা পেরিয়ে সুপার ফোরের পার করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। দুটি দেলকে বেশ পরিশ্রমের মাধ্যমে বা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পর্যন্ত আসতে হয়েছে।
শ্রীলংকা গ্রুপ বি দলে ছিল সেখানে শ্রীলংকার সাথে ছিল বাংলাদেশ এবং আফগানিস্তান। সবগুলো পারবে সকল বাধা পেলে শ্রীলংঙ্কা সুপার ফোরে যায় এবং সুপার ফোরের বাধা পেরিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে । গ্রুপে দলে ছিল পাকিস্তান ।

পাকিস্তানের সাথে ছিল ভারত এবং হংকং। পাকিস্তান দলটি ভারত এবং হংকং এই দুটি দলকে পরাজিত করে সুপার লিগে উঠে এবং সুপার লিগে বাকি দলগুলোকে পরাস্ত করার মাধ্যমে ফাইনাল ম্যাচ ফাইনালে উত্তীর্ণ হতে সক্ষম হয়। ভারত এবং শ্রীলংকার মুখোমুখি এশিয়া কাপে একবার দেখা হয়েছে। সুপার ফোর এর নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলংকা পাকিস্তানকে হারিয়ে দেয়।

লাইভ খেলা দেখতে লিংকে ক্লিক করুন : PAK vs SL Asia Final Match Live Online

এশিয়া কাপ পাকিস্তান ক্রিকেট দল :

  1. বাবর আজম (অধিনায়ক)
  2. শাদাব খান (সহঅধিনায়ক)
  3. ফখর জামান
  4. হায়দার আলি
  5. হ্যারিস রউফ
  6. ইফতেখার আহমেদ
  7. খুলদিল শাহ
  8. মোহাম্মদ নওয়াজ
  9. মোহাম্মদ রিজওয়ান,
  10. মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,
  11. নাসিম শাহ,
  12. শাহিন শাহ আফ্রিদি,
  13. শাহ নেওয়াজ
  14. দাহানি,
  15. উসমান কাদির।

পাকিস্তানের এই প্লেয়ার গুলো এ বছরের এশিয়া কাপে মাঠ মাতাচ্ছে । এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দল প্রথম ম্যাচটি ভারতের সাথে হারলে পরবর্তীতে তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ভারতের সাথে হারার পর প্রতিটা ম্যাচ তারা জয় লাভ করেছে এবং পরবর্তীতে ভারত কেই আবার হারিয়ে দিয়েছিল এই পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ফরমেটে দারুন দারুন প্লেয়ার রয়েছে তারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এশিয়া কাপে পাকিস্তান এবার যোগ্য দাবিদার তাদের বর্তমান ব্যাটিং বোলিং সকল ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে।

এশিয়া কাপ শ্রীলঙ্কা ক্রিকেট দল :

দানুস সানাকা এর অধিনায়কত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট দলের।

  1. দাসুন শানাকা (অধিনায়ক)
  2. দানুস্কা গুনাথিলাকা
  3. পাথুম নিসানকা
  4. কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক)
  5. চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক)
  6. ভানুকা রাজাপাকসে
  7. আশেন বান্দারা
  8. ধনঞ্জয়া ডি সিলভা
  9. ওয়ানিন্দু হাসারাঙ্গা
  10. মাহিশ থিকশানা
  11. জেফারি বন্দরসে
  12. প্রাভীন জয়উইকরামা
  13.  চামিকা করুণারত্নে
  14. দিলশান মধুশঙ্ক
  15. মাথিশা পাথিরানা
  16. দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক)
  17. জেফরি ভ্যান্ডারসে
  18. নুয়ান থুশারা
  19. মহেশ থেকশান
  20.  নুয়ানিন্দু ফার্নান্দো।

এই ১৭ সদাসের দল এবার এশিয়া কাপের মাঠ মাতাচ্ছে। প্রথম ম্যাচটি তারা আফগানিস্তানের সাথে হারলেও পরবর্তীতে বেশ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তারপরে এখন পর্যন্ত আর কোন ম্যাচ হারেনি শ্রীলঙ্কা। তারা বেশ দাপটের সাথে পরবর্তীতে আফগানিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান দলকে হারিয়ে দিয়েছে। এ দাপটে জয়ের মাধ্যমে পাকিস্তান ও শ্রীলংকা ক্রিকেট দল আজ ফাইনালে ফাইনালে টিকিট কেটেছে ।

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ এশিয়া কাপ ২০২২

তো উপরের আলোচনায় মাধ্যমে আপনারা দেখছেন শ্রীলংকা এবং পাকিস্তানের ম্যাচ রিপোর্ট এবং স্কোয়াড যা আগের পোস্টে আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি অবশ্য।

আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ গুলো হল :

পাকিস্তান একাদশ:  বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মধুশঙ্কা।

এ একাদশ নিয়ে মাঠে নামার প্ল্যান রয়েছে দুই দলের।  আজকে ম্যাচ টি বেশ জমজমাট হতে চলেছে আপনারা যারা ক্রিকেটপ্রেমী রয়েছেন তারা অবশ্যই আজকের ম্যাচটি উপভোগ করুন।

শ্রীলংকা বনাম পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল ম্যাচ লাইভ দেখার লিংক

শ্রীলঙ্কা বনাম এশিয়া কাপের ম্যাচটি আজকের রাত আটটার সময় অনুষ্ঠিত হবে। আপনারা যারা ক্রিকেটপ্রেমী রয়েছেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ কারণ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ আজকে। এ ম্যাচটি দেখার জন্য আপনাদের আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমাদের মাঝে জানতে চেয়েছেন কোন কোন মাধ্যমে আজকে খেলাটি দেখা যাবে।তো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনারা সরাসরি খেলাটি দেখতে পারবেন। এছাড়া বাংলাদেশের স্পোর্টস রিলেটেড টিভি চ্যানেল অর্থাৎ জি টিভি ,মাছরাঙ্গা টিভি দেখতে পারবেন ।

পাকিস্তানের স্পোর্টস রিলেটেড টিভি পি টিভি চ্যানেলে আপনারা আজকের ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন। এছাড়া ভারতের স্পোর্টস রিলেটেড যে সকল টিভি চ্যানেল রয়েছে স্পোর্টস যে সকল টিভি চ্যানেল টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি খেলাটি দেখতে পারবেন।এছাড়াও আপনারা ট্রফি এপ্স এর মাধ্যমে আজকের ম্যাচটি মোবাইলে দেখতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের পাকিস্তান বনাম শ্রীলংকার ম্যাচ রিপোর্ট সম্ভাব্য একাদশ এবং কিভাবে খেলা দেখবেন ইত্যাদি সম্পর্কে জানিয়ে দিলাম আপনাদের।

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button