রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ কত GPA তে চান্স ?
রাবি ভর্তি ২০২৪ | RU GPA Selection 2024
কত জিপিএ হলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেক্টেড হতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ কত জিপিএ তে চান্স? রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪ রাজশাহী বিশ্ববিদ্যালয় জিপিএ সিলেকশন ২০২৪ এ সকল প্রশ্নের তথ্য জানতে পারবেন এখান থেকে। প্রথমে বলে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ সার্কুলার অনুযায়ী এ বছর তিনটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ কত GPA তে চান্স ?
ভর্তি পরীক্ষা সর্বমোট একটি ইউনিটের জন্য চারটি শিফটে অনুষ্ঠিত হবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কর্তৃপক্ষ একটি ইউনিটের ভর্তি পরীক্ষায় একটি শিফটে আঠারো হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করবে। তারা সুযোগ দিবে ভর্তি পরীক্ষার জন্য তারা পরীক্ষা নিবে তার মানে বুঝতেই পারছ প্রতি শিফটে 18 হাজার শিক্ষার্থীকে তারা সুযোগ দিবে।
প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থীকে সিলেকশনের জন্য তারা জিপি এর উপর বেজ করবে অর্থাৎ যে পরিমাণ শিক্ষার্থী আবেদন করছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ জি পিএ শিক্ষার্থী থাকবে এরকম প্রথম ৭২ হাজার শিক্ষার্থীকে তারা সুযোগ দিবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কত জিপিএ হলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন করলে সেখানে সিলেক্টেড হওয়ার একটি সম্ভাবনা রয়েছে।
RU GPA Selection 2024
গত বছর এবং আগের বছরের যদি আমরা পরিসংখ্যানটা দেখি তাহলে বুঝতে তোমার সুবিধা হবে যে কত জিপিএ হলে তোমার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান কত জিপিএ তে সিলেকশন? রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে তারা চারটি ধাপে শিক্ষার্থীদের কে চূড়ান্ত ভর্তি নিবে। তারমানে এখানে কিন্তু সুযোগ রয়েছে ।
গত শিক্ষা বয়সে যে তথ্যগুলো তা আমায় শেয়ার করছি । ধাপে কেমন জিপিএ প্রয়োজন হয়েছিল এবং শেষ পর্যন্ত কত জিপিএলে শিক্ষার্থীদের সিলেক্টেড হয়েছিল সেটাও তোমাদেরকে জানিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ২০২০-২১ শিক্ষা বর্ষ ২ বছর আগের প্রথম ধাপে পাঁচ প্রয়োজন হয়েছিল বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। মানবিক শাখার ক্ষেত্রে ইউনিটে ৪.৪৩ বি ইউনিট এ ৪.৫০ এবং সি ইউনিটে অর্থাৎ মানবিক শাখা শিক্ষার্থী যদি বিজ্ঞান শাখা আবেদন করে জিপিএ ৫.০০ প্রয়োজন হয়েছিল।
রাবি ভর্তি ২০২৪
- প্রাথমিক আবেদন : ১৫ থেকে ২৭ মার্চ ২০২৪
- চূড়ান্ত আবেদন : ৯ থেকে ১৫ এপ্রিল ২০২৪
- প্রাথমিক আবেদন ফি : ৫৫ টাকা
- চূড়ান্ত আবেদন ফি : ১১০০/- টাকা
- ভর্তি পরীক্ষা : ২৯,৩০ ও ৩১ মে ২০২৪
- আবেদনের ঠিকানা : admission.ru.ac.bd
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ
তারিখ | ইউনিট |
২৯ মে ২০২৪ | এ ইউনিট (মানবিক) |
৩০ মে ২০২৪ | বি ইউনিট (ব্যবসায়) |
৩১ মে ২০২৪ | সি ইউনিট (বিজ্ঞান) |
মন্তব্য