RU Admission

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ কত GPA তে চান্স ?

রাবি ভর্তি ২০২৪ | RU GPA Selection 2024

Rate this post

কত জিপিএ হলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেক্টেড হতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ কত জিপিএ তে চান্স? রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪ রাজশাহী বিশ্ববিদ্যালয় জিপিএ সিলেকশন ২০২৪ এ সকল প্রশ্নের তথ্য জানতে পারবেন এখান থেকে। ‌ প্রথমে বলে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ সার্কুলার অনুযায়ী এ বছর তিনটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। ‌

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ কত GPA তে চান্স ?

ভর্তি পরীক্ষা সর্বমোট একটি ইউনিটের জন্য চারটি শিফটে অনুষ্ঠিত হবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কর্তৃপক্ষ একটি ইউনিটের ভর্তি পরীক্ষায় একটি শিফটে আঠারো হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করবে। তারা সুযোগ দিবে ভর্তি পরীক্ষার জন্য তারা পরীক্ষা নিবে তার মানে বুঝতেই পারছ প্রতি শিফটে 18 হাজার শিক্ষার্থীকে তারা সুযোগ দিবে।

প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থীকে সিলেকশনের জন্য তারা জিপি এর উপর বেজ করবে অর্থাৎ যে পরিমাণ শিক্ষার্থী আবেদন করছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ জি পিএ শিক্ষার্থী থাকবে এরকম প্রথম ৭২ হাজার শিক্ষার্থীকে তারা সুযোগ দিবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কত জিপিএ হলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন করলে সেখানে সিলেক্টেড হওয়ার একটি সম্ভাবনা রয়েছে।

RU GPA Selection 2024

গত বছর এবং আগের বছরের যদি আমরা পরিসংখ্যানটা দেখি তাহলে বুঝতে তোমার সুবিধা হবে যে কত জিপিএ হলে তোমার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান কত জিপিএ তে সিলেকশন? রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে তারা চারটি ধাপে শিক্ষার্থীদের কে চূড়ান্ত ভর্তি নিবে। ‌তারমানে এখানে কিন্তু সুযোগ রয়েছে ।

গত শিক্ষা বয়সে যে তথ্যগুলো তা আমায় শেয়ার করছি । ধাপে কেমন জিপিএ প্রয়োজন হয়েছিল এবং শেষ পর্যন্ত কত জিপিএলে শিক্ষার্থীদের সিলেক্টেড হয়েছিল সেটাও তোমাদেরকে জানিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ২০২০-২১ শিক্ষা বর্ষ ২ বছর আগের প্রথম ধাপে পাঁচ প্রয়োজন হয়েছিল বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। মানবিক শাখার ক্ষেত্রে ইউনিটে ৪.৪৩ বি ইউনিট এ ৪.৫০ এবং সি ইউনিটে অর্থাৎ মানবিক শাখা শিক্ষার্থী যদি বিজ্ঞান শাখা আবেদন করে জিপিএ ৫.০০ প্রয়োজন হয়েছিল।

ন্যূনতম জিপিএ অর্জন করেছিল তারাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেক্টেড হয়ে গেছিল। কারণ খুব বেশি আবেদন পড়ে না তার মানে যে পরিমাণ শিক্ষার্থী তারা পরীক্ষা সুযোগ দিয়েছিল বাদ দিবে সে তার চেয়ে কম শিক্ষার্থী আবেদন করে । তার মানে যারা ন্যূনতম জিপিএ পেয়েছিল আবেদন করেছিল তারাই সিলেক্টেড হয়েছিল বাণিজ্য শাখার কথা বলছি।
গত বছর অর্থাৎ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এ বি সি ইউনিটের ক্ষেত্রে প্রথম ধাপে জিপিএ ৫ ছাড়া কেউ সিলেক্ট হয় নি। মানবিক বিভাগের ক্ষেত্রে ৪.৫৭ বি ইউনিট এ ৪.৫৮ এবং সি ইউনিট আগের মত জিপিএ ৫.০০ । বিজনেসের ক্ষেত্রে 4.92 এবং বিজ্ঞান বিভাগ অর্থাৎ সি ইউনিট এর জন্য জিপিএ 5 প্রয়োজন হয়েছে।

রাবি ভর্তি ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২০২২-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ তথ্য নিচে দেওয়া হল। ‌
  • প্রাথমিক আবেদন : ১৫ থেকে ২৭ মার্চ ২০২৪
  • চূড়ান্ত আবেদন : ৯ থেকে ১৫ এপ্রিল ২০২৪
  • প্রাথমিক আবেদন ফি : ৫৫ টাকা
  • চূড়ান্ত আবেদন ফি : ১১০০/- টাকা
  • ভর্তি পরীক্ষা : ২৯,৩০ ও ৩১ মে ২০২৪
  • আবেদনের ঠিকানা : admission.ru.ac.bd

RU Admission Form 2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

যারা ২০২২ ২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা এক নজরে দেখে নিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ইউনিট ভিত্তিক। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি ইউনিটে সর্বমোট চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তারিখইউনিট
২৯ মে ২০২৪এ ইউনিট (মানবিক)
৩০ মে ২০২৪বি ইউনিট (ব্যবসায়)
৩১ মে ২০২৪সি ইউনিট (বিজ্ঞান)

 

1.ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কী যেকোনো বিভাগে বসে দেওয়া যায়??
Answer :
2. জিপিএ কি এইচএসসি এবং এসএসসি দুইটাতেই GPA 5 থাকা লাগবে বিজ্ঞান বিভাগের জন্য? 
Answer :

 

মন্তব্য

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আলোচনার মধ্যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪ সংক্রান্ত সকল তথ্য এবং সেইসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ এ কত জিপিএতে চান্স হবে সে সম্পর্কে আলোচনা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এডমিট কার্ড ডাউনলোড ও ফলাফল আমাদের ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন।

 

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button