৫ সেপ্টেম্বর ২০২২ : এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী দিপু মনি
এসএসসি পরীক্ষা ২০২২ আজকের খবর
এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজকে ৫ সেপ্টেম্বর ২০২২ শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে দীপু মনি 2022 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংক্রান্ত নোটিশ প্রকাশ করেন। কত তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে জানিয়েছেন। এসএসসি পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য পেতে পুরো আর্টিকেলটি শুরু থেকে পড়ুন।
আজকে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন ভবিষ্যতে বন্যা কবলিত এলাকায় স্থগিত থাকবে এসএসসি পরীক্ষা তবুও ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে সারাদেশে এসএসসি ও পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা প্রস্তুতির কাজ শেষের দিকে। চলতি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
এসএসসি পরীক্ষা ২০২২ আজকের খবর
প্রাকৃতিক দুর্যোগ ও সিলেটে বন্যার কারণে ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় 15 জুন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হবার পর আজকের শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষা চলতি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তিনি বলেন ভবিষ্যতে বন্যা বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে এসএসসি ও সমমান পরীক্ষা আর পেছানো হবে না। দেশের যেসব অঞ্চলে বন্যা প্রবলিত হবে বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে সেসব এলাকায় পরীক্ষার স্থগিত রাখার নির্দেশ দেন।
আজ ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার শিক্ষা মন্ত্রণালয় প্রেস ব্রিংফিং শেষে গণমাধ্যম কর্মীদের জানান আসন্ন এসএসসি ও সমাপন পরীক্ষা সুষ্ঠু নকলমুক্ত ঐতিবাচক পরিবেশে সম্পূর্ণ লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ জন থেকে সিলেট এবং উত্তরাঞ্চলে বন্যার কারণে 2022 সালের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।
এসএসসি পরীক্ষার তারিখ জানতে ক্লিক করুন
যেহেতু অনেক সময় পিছিয়ে গিয়েছে তাই আর দেরি করতে চান না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী গণমাধ্যম কর্মীদের আরো জানান ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষা সকাল দশটা পরিবর্তে ১১ টা থেকে শুরু হবে। তিন ঘন্টা এসএসসি পরীক্ষার পরিবর্তে দুই ঘন্টা পরীক্ষা নেয়া হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের জন্য ২০ মিনিট এবং লিখিত প্রশ্নের জন্য এক ঘন্টা ২০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
দীর্ঘ বিরতির পর এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রত্যেক বছর এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হয়। তবে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারেনি। প্রাকৃতিক দুর্যোগ ও সিলেটের বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয় ১৭ জুন। অবশেষে আজকে ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী দীপু মনি এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন।
তবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যাপক পরিবর্তন এসেছে আগের বছরের তুলনায়। ২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষা সম্পন্ন নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে বলে জানায়। সারা বাংলাদেশ থেকে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১৬ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
প্রতিবছর এসএসসি পরীক্ষায় 100 নম্বরে অনুষ্ঠিত হলেও এ বছর ৫০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। তিন ঘন্টার পরিবর্তে দুই ঘন্টা বিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে ১৫ লাখ ৯৯ হাজার ৭০০১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া মাদ্রাসা বোর্ড থেকে প্রায় দুই লাখ ৬৮ হাজার ৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
SSC 2022 Exam Routine Download