Mobile
ভিভো ভি ২৩ ৫জি স্মার্টফোনের রিলিজ ডেট, বাংলাদেশ প্রাইস, ফুল স্পেসিফিকেশন ২০২৩
Vivo V23 5G Smartphone Release Date, Bangladesh Price, Full Specifications
vivo v 23 5g স্মার্টফোনের রিলিজ ডেট বাংলাদেশ প্রাইস ফুল স্পেসিফিকেশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন ভিভো ফোনের দাম এবং সার্ভিস কেমন সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। তাই যারা ভিভো ফোনের দাম ও ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা দেরি না করে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন তাহলে সকল তথ্য জানতে পারবেন আশা করি।
ভিভো ভি ২৩ ৫জি স্মার্টফোন ২০২৩
বর্তমান বাজারে ভিভো ব্যান্ডের স্মার্টফোন খুবই জনপ্রিয়। কাস্টমারের চাহিদা অনেক বেশি এই ভিভো ব্যান্ডের ফোনের । বর্তমান বিশ্ববাজারে মোবাইল ব্যান্ড কোম্পানির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো ভিভো ব্যান্ড। কাস্টমারের চাহিদা অনুযায়ী স্টাইলিশ ও কোয়ালিটি সম্পূর্ণ ফোন তৈরি করতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভিভো ব্যান্ড।
যার কারণে দিন দিন ভিভো ব্যান্ডের ফোন বেশ জনপ্রিয় হচ্ছে কাস্টমারের কাছে। কাস্টমারের প্রাইস অ্যামাউন্ট সম্পর্কে ধারণা রেখে ভিভো ব্যান্ড কোম্পানি কোয়ালিটি সম্পন্ন স্টাইলিশ ফোন তৈরি করছে। এছাড়াও ভিভো ব্যান্ডের ফোনের সার্ভিস ভালো হওয়ার কারণে অল্প সময় মার্কেটপ্লেস পেজ জনপ্রিয় হয়েছে। আজকের এই আর্টিকেল থেকে আমরা আপনাদের জানাবো vivo v 23 5g স্মার্টফোনের রিলিজ ডেট বাংলাদেশ প্রাইস ফুল স্পেসিফিকেশন সহ যাবত সকল তথ্য।
vivo v23 5g স্মার্টফোনের বাংলাদেশ দাম
অনেকে vivo v 23 5g স্মার্টফোনের দাম জানতে চাচ্ছেন কেননা এ ফোনটি বেশ আকর্ষণীয় এবং অনেকের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। স্টাইলিশ লুকিং এর কারণে ফোনটির দাম সম্পর্কে অনেকে জানতে চাই । বর্তমানে বাংলাদেশের মার্কেটপ্লেসে vivo v23 5g স্মার্টফোনের দাম ৩৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে পেয়ে যাবেন।
vivo v23 5g স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন
vivo v23 5g স্মার্টফোনটি বেশ বড় ডিসপ্লে নিয়ে তৈরি করা হয়েছে। যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এ ফোনটি বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। এই vivo ভি 23 5g স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ৯২০ পাবেন।
vivo v 23 5g স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে। ৬/১২৮ জিবি এবং ৮/২৫৬ জিবি রেম । এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। এছাড়াও এই ফোনটিতে থ্রিজি ফোরজি এবং 5g সাপোর্টেড।
যারা ব্যাটারি নিয়ে ভাবছেন তাদের বলে রাখি এই ফোনটিতে আপনারা ৪৪০০ এম্পিয়ার ব্যাটারী পাবেন যা আপনারা প্রায় দুই থেকে এক দিন ইউজ করতে পারবেন। এছাড়াও এই ফোনটির সাথে আপনার পেয়ে যাবেন ৪৪ ওয়াটের একটি ফাস্ট চার্জিং এডাপ্টার। যার ফলে খুব দ্রুত ফোনটিতে চার্জ করা যাবে।