৪৬ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪ পিডিএফ ডাউনলোড । www.bpsc.gov.bd
৪৬ তম বিসিএস অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি
46 তম বিসিএস এর বিজ্ঞপ্তি ৩০ নভেম্বর ২০২৩ তারিখ প্রকাশ করা হবে। আপনারা যারা বাংলাদেশ সরকারি কর্মকমিশন অধিদপ্তরের প্রকাশিত ৪৬ তম বিসিএস সার্কুলার অনুসন্ধান করছেন তাদেরকে বলব একদম সঠিক ওয়েবসাইটে এসেছেন। এখন আমরা এই নিবন্ধনে 46 তম বিসিএস সার্কুলার প্রকাশ করছি। বাংলাদেশ সরকারি কর্মকমিশন এ তো তোমাকে জানা গেছে এ বছর বিসিএস এর মাধ্যমে তিন হাজার অধিক ক্যাডার নিয়োগ প্রদান করা হবে। নন ক্যাডারের প্রাথমিকভাবে কিছু পদ চূড়ান্ত করা গেলেও পরবর্তীতে সেটি বাড়ানো হবে জানাই বিপিএসসি।
আরও জানা গেছে ৪৬ তম বিসিএস এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারের প্রায় তিন হাজার ১০০ জনকে নিয়োগ প্রদান করা হবে। তবে এর মধ্যে সবথেকে বেশি নিয়োগ প্রদান করা হবে স্বাস্থ্য ক্যাডারে। নির্দিষ্ট কতজন নিয়োগ প্রদান করা হবে এ সম্পর্কে এখনো সঠিক ধারণা পাওয়া যায়নি। তবে ৪৬ তম বিসিএস সার্কুলার এ ক্যাডার এবং নন ক্যাডার উভয়ের পদের সংখ্যা উল্লেখ থাকবে বলে জানানো হয়। তাই আপনারা যারা ৪৬ তম বিসিএস বিজ্ঞপ্তি অনুসন্ধান করছেন এখান থেকে দেখে নিন।
৪৬ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে ৩০ নভেম্বর 23 তারিখ 46 তম বিসিএস সার্কুলার প্রকাশ করা হবে। ৩০ নভেম্বর সার্কুলার প্রকাশিত হলেও এক নভেম্বর থেকে বয়সসীমা নির্ধারণ করা হবে। জানা গেছে ৪৬ তম বিসিএস সার্কুলারের প্রার্থীরা বয়সেও ছাড় পাবেন। প্রার্থীর আবেদনের ক্ষেত্রে দুই মাসের ছাড় পাবেন বলে জানা গেছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্ন বর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পথ সমূহ প্রতিযোগিতামূলক ৪৬ বিসিএস পরীক্ষার মাধ্যমে ফর্ম পূরণের যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইন আবেদনপত্র আহবান করা হয়েছে। যারা ৪৬ তম বিজ্ঞপ্তি ২০২৪ অনুসন্ধান করেছিলেন তারা নিচে থেকে পিডিএফ ডাউনলোড করে নিন।
- আবেদনপত্র জমাদান শুরু : ডিসেম্বর ২০২৩
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ডিসেম্বর ২০২৩
- প্রিলিমিনারী পরীক্ষা :
- পদ সংখ্যা: ৩১০০ (ক্যাডার) ৩০০ (নন ক্যাডার)
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৩
- আবেদন লিংক: bpsc.teletalk.com.bd
৪৬ বিসিএস সার্কুলার পিডিএফ ডাউনলোড
প্রিয় বিসিএস প্রার্থী আপনি কি ৪৬ তম বিসিএস সার্কুলার পিডিএফ ডাউনলোড করতে চাচ্ছেন? তবে বলব একদম উপযুক্ত ওয়েবসাইট এসেছেন। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ৪৬ তম বিসিএস সার্কুলার পিডিএফ ডাউনলোড করতে পারবেন। সকল বিসিএস প্রার্থীদের সুবিধার্থে আমরা বাংলাদেশ সরকারের কর্ম কমিশন অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ৪৬ তম সার্কুলার সংগ্রহ করে এখানে পিডিএফ লিংক প্রকাশ করেছি। যার মাধ্যমে আপনি এখান থেকে ৪৬ তম বিসিএস সার্কুলার পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার্থে ৪৬ তম বিসিএস সার্কুলার পিডিএফ ডাউনলোড লিংক এর সাথে আবেদন পদ্ধতি এবং প্রবেশপত্র ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।
৪৬ তম বিসিএস অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি
আপনারা যারা ৪৬ তম বিসিএসে আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তাদের বলে রাখে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করতে হলে সবার প্রথমে আপনাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর অফিসিয়াল www.bpsc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কিভাবে বিসিএস এর আবেদন করবেন সে পদ্ধতি যদি আপনার এখন পর্যন্ত জানা না থাকে তাহলে নিচে থেকে জেনে নি।
অনলাইনে ৪৬ তম বিসিএস আবেদন করতে হলে পাট থেকে এই http://bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করে যাবতীয় সকল তথ্য প্রদান করে অনলাইনে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি আবেদন সি প্রদান করা যাবে।
বিসিএসে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি
আপনি যদি বিসিএস আবেদন করে থাকেন অনলাইনে আবেদন শেষ হবার পর আপনি ৭২ ঘণ্টা সময় পাবেন আবেদন ফি প্রদান করার জন্য। ৭২ ঘন্টা সময়ের মধ্যে আবেদন ফি প্রদান না করলে আপনার অনলাইন আবেদন বাতিল করা হবে। মোবাইলে এসএমএস পাঠিয়ে কিভাবে বিসিএস আবেদন ফি জমা দিবেন সে পদ্ধতি নিচে থেকে জেনে নিন।
প্রথম SMS: BCS <space>User ID লিখে send করুন 16222 নম্বরে।
Example: BCS QRNTCBTP
Reply : Applicant’s Name, Tk-700(100 Tk. for Physically Handicapped, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be Charged as Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS < Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BCS <space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে।
Example: BCS YES 12345678
Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for 46th BCS
Examination. User ID is (******) and Password (*******).
N.B.: For Lost Password, Please Type BCS<Space>HELP<Space>SSC Board <Space> SSC
Roll<Space>SSC Year and send to 16222.