শুভ নববর্ষ ২০২৩
বাংলা নববর্ষের শুভেচ্ছা
সর্বপ্রথম বাংলা সন আবিষ্কার করেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। তার আমল থেকে সর্বপ্রথম বাংলা সনের আবির্ভাব ঘটে। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট আকবরের শাসন আমলে গোটা ভারতবর্ষে মোট 40 ধরনের পঞ্জিকার ব্যবহার করা হতো। আমের ফতেউল্লাহ সিরাজী ১৪ এপ্রিল ১৫৫৬ সালে সর্বপ্রথম পহেলা বৈশাখ পালন করার রেওয়াজ শুরু করেন। তখন থেকে আজ পর্যন্ত পহেলা বৈশাখ পালন রেওয়াজ প্রচলন রয়েছে।
আজকে আমরা বাংলা নববর্ষের কিছু শুভেচ্ছাবার্তা আপনাদের সামনে তুলে ধরব। এখান থেকে আপনি বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা আপনার প্রিয়জনের কাছে পাঠাতে পারবেন। সুন্দর সুন্দর বাংলা নববর্ষের কবিতা মেসেজ এবং বাণী প্রিয়জনের কাছে শেয়ার করতে সম্পূর্ণ লেখাটি পড়ুন এখান থেকে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা মেসেজ বাণী কবিতা ইত্যাদি কপি করে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারবেন।
বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা
“শত শত ফুল ফুটে আছে বনে বনে, আমি একাকী বসে ভাবছি শুধু মনে মনে, আর ফিসফিস করে বলছি তোমার কানে কানে, বাংলা নববর্ষের শুভেচ্ছা । “
“দিন চলে যাক ঐ দিগন্তের শেষে, রাত চলে যাক সেই অসীম তাঁরার দেশে, তবুও আমি শুধু থাকবো তোমার পাশে। শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা। “
“তোমার ভেতরে যতগুলো জমা আছে পুরনো স্মৃতি, তার সব গুলোকে আজ করে দাও ইতি। তোমার মধ্যে আছে যত পুরনো কষ্ট, আজ তার সব গুলো কে করে দাও বিনষ্ট। যত আছে পুরনো সব বেদনা, তার একটাকেও আর মনে ভেতরে রেখোনা। আর তোমার প্রতি রইলো বাংলা নববর্ষের শুভেচ্ছা”
বাংলা নববর্ষের খুদে বার্তা
নতুন সকালের নতুন আলো, শেখাবে নতুন ভাষা৷ সে কারনে আমি তোমাকে, জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।
নীল খামে চিঠি উড়িয়ে দিলাম, ঐ আকাশের মাঝে। জীবনে আসুক যতোই ঝড়, বন্ধু তুমি থেকো আমার পাশে। আসুক যতোই বাধা বিপত্তি, আমি সবসময় পাশে থাকবো এটা সত্যি।
আমি কোনোদিন ভুলে যাবো না, তোমার দেয়া কথা। মুছে দিবো সকল কষ্ট, বুকে জমা আছে যতো ব্যাথা।
আমার কলমের কালি শেষ, হারিয়ে ফেলেছি মুখের ভাষা। তাইতো আমি মেসেজে বলছি বাংলা নববর্ষের শুভেচ্ছা।
subho noboborsho photo Download
বাংলা নতুন বছরের শুভেচ্ছা মেসেজ
আবার আসলো বৈশাখ মাস ,
চৈতের অসবানে !
নববর্ষের নতুন হাওয়া,
উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে,
জীবন গড় নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো,
নববর্ষের টানে ।
নতুন সকাল ,
নতুন দিন ,
নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছার সাথে,
পাঠালাম তোমায় এই এস এম এস !