বাবা দিবসের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কিছু কথা ও শুভেচ্ছা
Father's Day 2022 Wishes, Quotes, Status
বাবা দিবসের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কিছু কথা ও শুভেচ্ছা | হ্যাপি ফাদার্স ডে অর্থাৎ বিশ্ব বাবা দিবস। আমরা আজকে আলোচনা করতে চলেছি বাবা দিবস সম্পর্কে। বাবা হলো সন্তানের জন্য বট গাছের ছায়ার মত। বাবার মর্যাদা গুরুত্ব সম্বন্ধে তাদের নিয়ে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রতিটি বাবার প্রতি রইলো হাজারো ভালোবাসা। বাবার মতো নিঃস্বার্থ ২য় কেউ হয়না।
বিশ্ব বাবা দিবস
মা দিবস সম্পর্কে আমরা প্রায় সকলেই অবগত রয়েছি। কারণ মা দিবস টি বেশ ভালো ভাবে উদযাপন করে আসা হয় কিন্তু বাবা বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবন সব জায়গাতেই তিনি লুকায়িত অবস্থায় থাকে। বাবার গুরুত্ব বলে বুঝানো শেষ করা যাবে না আপনি লিখে শেষ করতে পারবেন না বাবাট গুরুত্ব ও মর্যাদা ইত্যাদি সম্পর্কে। একটি সন্তানের বাবা হলো তার বট বৃক্ষের ছায়ার মতো যে তার সমস্ত শক্তি দিয়ে সকল কিছুকে আঁকড়ে ধরে রাখে কখনো হাতছাড়া করতে চাইনা।
বাবাকে নিয়ে বলা শুরু করলে তার শেষ করা কখনও সম্ভব হবে না। প্রতিটা ছেলের কাছে তার বাবা ভালো সুপারহিরো কারণ তার বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার সন্তানের জন্য যে পরিমাণ আত্মত্যাগ গ্রহণ করে পৃথিবীতে এমন কেউ কোন প্রাণী কোন বস্তু আর এমন আত্মত্যাগ করে বলে আমার জানা নেই।
বাবা হলো একজন সুপারহিরো তার কোন আলসেমি নেই তার কোন কষ্ট নেই তার কোন দুঃখ নাই সকল কিছু হাসি মুখে তিনি সহ্য করেন তার সন্তানের জন্য।অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি সমস্ত সংসারটা আগে গুছিয়ে রাখেন কিন্তু তা সবার আড়ালে থেকে যায় সামনে আসে না তার পরিশ্রম ফল। তার যোগ্য বা প্রাপ্প সম্মান টুকু আমরা দিতে পারিনা ঠিক ঠাক মতো।তার এই মহান আত্বত্যাগ আমরা কখনোই শোধ করতে পারবো না কোনো ভাবেই।
বাবা দিবসের ইতিহাস
বাবাকে ভালবাসতে হলে কোন নির্দিষ্ট দিন এবং তারিখ নির্ধারণ করা যায় না প্রতিটি দিন প্রতিটি সময় প্রতিটি মূহূর্তে সন্তান তার বাবাকে ভালোবাসে। কিন্তু সবকিছুর একটা নিয়ম থাকে যেমন সেটা সেই নিয়ম পালন করা জরুরি তাই প্রতিবছর ২০ জুন বিশ্ব বাবা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দিবসে সন্তান তার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে।
বাবার কষ্ট, বাবার মর্যাদা টা দেবার চেষ্টা করে।প্রতিবছর ২০ জুন সারাদেশে সারাবিশ্বে বাবা দিবস হিসেবে পালন করে আসছে। তাই সেই সকল নীতি অনুযায়ী আমাদের দেশেও ২০ জুন বাবা দিবস বা ফাদার্স ডে পালন করা হয়।বাবা দিবসের ইতিহাস অনেক রয়েছে। অনেক কিছুর মাধ্যমে বাবা দিবসের দিন তারিখ সম্পর্ক নির্ধারণ করা হয়
বিশ্ব মা দিবস সম্পর্কে আমরা জানি। মায়ের প্রতি ভালোবাসার সকল কিছু নিয়ে আমাদের অবহিত রয়েছেন। কিন্তু বাবা শব্দটা সবসময় সবার চোখের আড়ালে থেকে যায়। এ কষ্টর দুঃখ কেউ বোঝে না তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমস্ত সংসারটাকে আঁকড়ে ধরে রাখে।
বাবা সম্পর্কে কিছু স্ট্যাটাস
- বাবা হল ছাতার মতো,যিনি সবসময় আমাদের মাথার উপরে থাকেন আমরা বিভিন্ন সমস্যা থেকে রক্ষা রক্ষা করেন।
- বাবা হলে আমার এত ব্যক্তি তিনি সমস্ত আত্মত্যাগের মাধ্যমে তার সন্তানদের ভালো একটি জীবন দান করেন।
- বাবা মানে ইচ্ছা আকাঙ্ক্ষা ভালো মানের লুকায়িত আবেগের নাম।
বাবার মতো ২য় ব্যাক্তি পাওয়া অসম্ভব।
বাবা থাকাটাই ভাগ্যর বিষয়।
বাবার টাকা থাক আর না থাক
বাবা আছে মানে আপনি ধনী।
বাবা দিবসের স্ট্যাটাস
বাবা এমন একটি শব্দ যাকে আপনি বিশ্লেষণ করে শেষ করতে পারবেন না। আপনি যত ভাঙতে থাকবেন এর পড়তে পড়তে আপনাকে অসীম এক মহাকাব্যের উপন্যাস রচনা করবেন। যা কখনই লেখে শেষ করতে পারবেন না হাজার হাজার উপন্যাস মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ব্যক্তি বলা যায় বাবাকে কারণ তারা সকল কষ্ট সহ্য করে তার সন্তানের জন্য যে পরিমাণ পরিশ্রম করে তা আর কোন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়।
বাবা দিবস দিনটি পালিত হয়ে আসছে প্রথম ইংরেজদের হাত ধরে। সেই সুবাদে আমাদের দেশে প্রতিবছর ২০ জুন অর্থাৎ আজকের বিশ্ব বাবা দিবস পালন করা হয়। বাবাদের প্রতি সম্মান জানানোর জন্য দিনটি উদযাপিত করা আসা হচ্ছে। আসল বিষয় হলো ভালোবাসার জন্য কোন দিবসের প্রয়োজন হয় না প্রতিদিনের ভালোবাসা যায়। আমরা কখনোই পাইনা বাবাকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে ধরে বলতে বাবা তোমায় ভালোবাসি এটা আমরা কোন সন্তানের করতে পারে না কিন্তু আমাদের ভালোবাসা যে কতটা গভীর তা বাবাদের বোঝানো যায় না কারণ আমরা তা প্রকাশ করতে পারিনা।
ভালো থাকুক প্রতিটি বাবা।বাবা হলো আমাদের জীবনের রিয়েল সুপার হিরো। যদি সুপার হিরো কে দেখতে চান তাহলে বাবাকে দেখুন।