facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নতুন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ প্রকাশ করেছে। মেটা এর আওতাধীন এই অ্যাপটি বাজারে নতুন প্রকাশ করা হয়। মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ধারণা করেন টুইটারকে ধাক্কা দিতে এই নতুন অ্যাপ প্রকাশ করা হয়। প্রকাশিত এ নতুন অ্যাপটির নাম থ্রেড। অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতো এই থ্রেড অ্যাপ এ খুব সহজে মেসেজ আদান প্রদান করা যাবে। আজকের এই নিবন্ধনে আপনারা আপনাদের জানাবো কিভাবে থ্রেড (Threads) অ্যাপ মোবাইলে ব্যবহার করবেন বা কিভাবে একাউন্ট খুলবেন।
তাই আপনি যদি নতুন প্রকাশিত সোশ্যাল মিডিয়া থ্রেড এন্ড ইন্সটাগ্রাম অ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এখানে ধাপে ধাপে অ্যাকাউন্ট তৈরি করার সকল পদ্ধতি দেওয়া হয়েছে। যারা থ্রেড এপটি ব্যবহার করতে চাচ্ছেন বা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ইনস্টাগ্রামে একাউন্ট থাকতে হবে।
instagram এ একাউন্ট খোলা থাকলে আপনি www.threads.net ওয়েবসাইটে থেকে থ্রেড (Threads)অ্যাপটি ডাউনলোড করে একাউন্ট খুলে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে জেনে নিয়ে কিভাবে আপনি এই অ্যাপটি ইন্সটল করে ডাউনলোড করবেন এবং কিভাবে একাউন্ট খুলবেন সেই পদ্ধতি।
- Version: 289.0.0.77.109
- Updated on: Jul 4, 2023
- Requires Android: Varies with device
- Content rating Teen Learn more Permissions
- View details: Interactive elements Users Interact, Shares Location
- Released on : May 1, 2023
- Offered by Instagram
- Compatibility for your active devices
- Version: 289.0.0.77.109
- Compatibility: Works on your device
- File Size: 74 MB