ওয়াইফাই (Wifi) পাসওয়ার্ড বের করার নিয়ম | How to find out wifi password
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন?
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম | How to find out wifi password | কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন? আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে হাজির হলাম কিভাবে আপনারা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন এই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। বর্তমানে ওয়াইফাই বহুল প্রচলিত একটি শব্দ। । এটি শহর অঞ্চলের পাশাপাশি গ্রাম অঞ্চলেও এখন ব্যবহৃত হচ্ছে অনেক। আজকে আমরা জানবো কিভাবে আপনারা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন এ সম্পর্কে।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করা অর্থাৎ আপনি নিজের ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড আপনি কিভাবে আপনার মোবাইল, পিসি বা কম্পিউটারে সেভ করে সেই ওয়াইফাই চালাতে পারবেন সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা যারা wifi পাসওয়ার্ড বের করতে জানেন না তারা আমাদের এই লেখাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে আশা করি আপনারা সকল প্রকার নিয়ম গুলো জানতে পারবেন এবং ওয়াইফাই পাসওয়ার্ডটি সহজে বের করতে পারবেন।।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আমরা বেশ কয়েকটি নিয়ম আপনাদের মাঝে আলোচনা করব সেই নিয়মের সাথে আপনারা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে নিন সহজে।বলে রাখি এই airtel টা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে কারণ বর্তমানে ইন্টারনেট ছাড়া সকল কিছুই অচল। তো আপনাদের মাঝে যদি মোবাইল ডাটা না থাকে তবে অন্যের ওয়াইফাই চালু করে আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের কার্যক্রম সংঘটিত করতে পারবেন। কিভাবে আপনারা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন এবং আমরা বেশ কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করব আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি অবলম্বন করে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বের করুন।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার
মোবাইল ফোনে সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আপনারা সফটওয়্যার খুঁজে পাবেন। তো আমরা আপনাদেরকে সফটওয়্যার আলোচনা করব যেটা আপনারা play store থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যে সকল নিয়মগুলো বলবো সে নিয়মগুলো অনুসরণ করলে পাসওয়ার্ড বের করতে পারবেন।
- প্লে স্টোর থেকে router setup page নামক অ্যাপটি ডাউনলোড করুন।
- অ্যাপটি ওপেন করলে কিছু টার্ম আসবে যেগুলো আপনাকে সম্মতি দিতে হবে।
- এগুলো হয়ে গেলে একটি পেইজে আপনার ডিভাইসে কানেক্টেড wifi সম্পর্কে কিছু তথ্য দেখতে পাবেন আপনারা।
- উপরের দিকে press to update এ ক্লিক করলে আপনার ডিভাইসের সাথে যে নেটওয়ার্ক বা wifi টি কানেক্ট করতে চাইছেন তার IP address দেখতে পারবেন সহজেই।
- IP address টির নিচে open router page লেখাটি দেখতে পাবেন সেটি ক্লিক করলে আপনার কাছে username ও password খুজবেন আপনারা।
- সেখানে দুটিতেই ছোট অক্ষরে ‘admin’ লিখে লগইন করতে হবে।
- উপরের দিকে তিনটি ডট এর অপশন টি ক্লিক করে সেখানে wireless settings বা wireless security নামক অপশনে ক্লিক করতে হবে।
- এর মাধ্যমেই আপনি যে wifi password টি জানতে চাইছেন তা দেখতে পারবেন আপনারা।
QR code এর দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
কিউআর কোড দিয়ে আপনারা খুব সহজে একজনের মোবাইল থেকে আরেকটি মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তো আপনারা জানেন না কিভাবে কোড এর মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করতে হয়,তো এসকল তথ্য আলোচনা করলাম।
মোবাইলের সেটিংসে Wifi অপশনটিতে গিয়ে যে wifi এর সাথে কানেক্ট আছেন সেটি কিছু সময় চাপ দিয়ে ধরে থাকুন। চাপ দিয়ে ধরে রাখার একটু পর আপনি সেখানে একটি QR code দেখতে পারবেন। কোডটির একটি স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখতে হবে।
স্ক্রিনশটটি থেকে শুধু QR code টি কেটে করে নিন। এবার zxing. org নামক ওয়েবসাইটটি ওপেন করতে হবে। সেখানে একটি বক্সে upload a file নামক অপশন পাবেন আপনারা। মাঝে চয়েজ file এ ক্লিক করে আপনি যে QR code টি কারা করে রেখেছিলেন সেটা সিলেক্ট করে দিন। বক্সের শেষে submit অপশনে ক্লিক করলে একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনি আপনার wifi password টি প্রদর্শিত হবে।
পিসিতে সেভ থাকা wifi password কিভাবে জানা যায়?
আমায় আমাদের পিসি কম্পিউটার ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা থাকে। কিন্তু আমরা সেটি ভুলে যাই তো কিভাবে আমরা পাসওয়ার্ডটি পুনরায় প্রদর্শিত করব সেই নিয়মটি আলোচনা করবো।
- উইন্ডোজ সার্চবারে রান লিখে সার্চ করে সেটি ওপেন করুন।
- কমান্ড বক্সে ncpa. cpl লিখে ok তে ক্লিক করতে হবে।
- লিস্টে দেখতে পাবেন যেখানে কতগুলো কানেক্টেড wifi বা নেটওয়ার্কের সাথে আপনার ল্যাপটপ বা পিসিটি সংযুক্ত আছে কি না।
- সেখান থেকে আপনার কাঙ্খিত নেটওয়ার্কের password টি জানতে সে wifi টিতে ডাবল ক্লিক করতে হবে।
- এরপর wireless properties নামক অপশনটিতে ক্লিক করতে হবে।
- নতুন একটি ইন্টারফেস এর security নামক অপশনে ক্লিক করতে হবে।
- security ওপেন হলে আপনি সেখানে আপনার কাঙ্খিত wifi এর password টি জানতে পারবেন খুব সহজেই এভাবে।
রাউটারের সাথে কানেক্ট করে Wifi password জানার নিয়ম
আপনার আপনারা যদি পাসওয়ার্ড টা ভুলে যান কিন্তু আপনার ফোনটি যদি রাউটারের সাথে কানেক্ট হয়ে থাকে তবে কিভাবে পাসওয়ার্ড বের করবেন সেই সম্পর্কে তথ্য নিয়ে আমরা হাজির হলাম। আপনার ফোনে থাকা পাসওয়ার্ড ভুলে থাকা পাসওয়ার্ডটা খুব সহজে বের করতে পারবেন এই নিয়ম অবলম্বন করে ।
মোবাইলের ক্ষেত্রে মিনি ব্রাউজার ছাড়া আপনারা কম্পিউটার বা মোবাইলে অন্য যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। সেখানে 192.168.0.1 বা 192.168.1.1 বা 192.168.2.1 বা 10.0.0.1 লিখে সার্চ করতে হবে। দেখবেন আপনার রাউটার লগইন পেজটি ওপেন হয়ে যাবে। সেখান হতে পাসওয়ার্ড টি দেখতে পাবেন সহজে।
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
আপনার ফোনে যদি ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা থাকে পরবর্তীতে আপনি যদি ভুলে যান তবে কিভাবে পাসওয়ার্ড বের করবেন তা জেনে নেন। এজন্য আপনারা কিউআর কোড বা ওয়াইফাই এর সাথে কানেক্ট করে এই পাসওয়ার্ডটি বের করতে পারবেন। তা ওপরের আলোচনার মাধ্যমে আমরা আপনাদের মাঝে খুব সহজভাবে আলোচনা করেছি। উপরে লেখা আপনার মনোযোগ সহকারে পড়েন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন ।
সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
আমাদের দেশের অধিকাংশ ইউজার হলো টিপি লিংক রাউটার ইউজার। সকলেই এই টিপি লিংক রাউটার ইউজারটি ব্যবহার করে থাকি।তার ব্যবহার করার একটি বিশেষ কোড রয়েছে যে কয়টি মাধ্যমে আপনারা কোথায় কন্ট্রোল করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং পাসওয়ার্ড দেখতে পারবেন। ১৯২.১৬৮-১.১ এই কোডের মাধ্যমে আপনার টিপি লিংক রাউটার দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন খুব সহজে। তো টিপি লিংক রাউটার এই করতে আপনার মোবাইল পাওয়া যাবে ব্রাউজ করুন এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনারা এডমিন এবং পাসওয়ার্ড এর দুটি নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলে আপনাদের একাউন্টে সফল হয়ে যাবে।
উপযুক্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমরা বেশ কয়েকটি নিয়ম আলোচনা করলাম। কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন সে সকল তথ্য নিয়ে। এখন পর্যন্ত আর ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারছেন না তাকে খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন। আমাদের আমাদের দেওয়ার নিয়ম অনুসারে। তো আপনারা যারা এখন পর্যন্ত ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন নি তারা খুব সহজে এখন আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন। আমাদের দেয়া তথ্যসমূহ অবলম্বন করে। তো দ্রুত ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করলেন এবং ইন্টারনেট ব্রাউজ করুন ।