Tech

টেলিগ্রাম অ্যাপস থেকে ইনকামের উপায় – How to Make Money on Telegram

টেলিগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন? জেনে রাখুন

Rate this post

টেলিগ্রাম অ্যাপস থেকে ইনকামের উপায় : আমরা সাধারণত জানি টেলিগ্রাম হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যার মাধ্যমে আপনারা অনলাইন থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, ভিডিও কলে কথা বলতে পারেন সহ এসএমএস এর মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা জেনে অবাক হবেন যে টেলিগ্রাম অ্যাপস এর মাধ্যমে ইনকাম করা যায়।

আপনার হয়ত এটি প্রথমে বিশ্বাস করবেন না টেলিগ্রাম অ্যাপস এর মাধ্যমে ইনকাম করা যায় তো যাদের এই সম্বন্ধে কোন ধারণা নাই তারা আমাদের এই লেখাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে জানতে পারবেন টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমেও বেশ বিপুল পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো আপনারা যারা টেলিগ্রাম এপস সম্পর্কে অনভিক্ষ যারা জানেন না যে টেলিগ্রাম এপ্স থেকেও ইনকাম করা যায় তারা আমার লেখাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের টেলিগ্রাম একাউন্ট তৈরি করে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করার সুযোগ লুফে নেন।

টেলিগ্রাম অ্যাপস কি ?

টেলিগ্রাম (Telegram) অ্যাপস সম্পর্কে আপনাদেরকে বিশেষ ধারণা প্রদান করার জন্য আমরা হাজির হলাম। টেলিগ্রাম হলো সামাজিক যোগাযোগ একটি মাধ্যম যার মাধ্যমে আপনারা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব সহজে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম প্রথম আবিষ্কার করেন রাশিয়ান এক ব্যাক্তি। তিনে সর্ব প্রথম এ্যাপসটি তৈরি করেন তার বন্ধুবান্ধবদের সাথে পরিচয় হওয়ার জন্য বা কথা বলার জন্য। বর্তমানে টেলিগ্রাম (Telegram) এপসএর অনেক ধরনের সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে যার মাধ্যমে আপনারা নিরাপদে একল অন্যের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের তথ্য আদান প্রদান করতে পারবেন। তো আমরা জানলাম টেলিগ্রাম হলো সামাজিক যোগাযোগ একটি মাধ্যম যার মাধ্যমে আপনারা একে অন্যের সাথে বেশ সুন্দরভাবে যোগাযোগ করতে পারবেন।

টেলিগ্রাম (Telegram) অ্যাপস এর সুবিধা সমূহ :

১.আপনি টেলিগ্রাম দিয়ে whatsapp এর মতো চ্যাট করতে পারবেন।

২.google এর মতো যা ইচ্ছা সার্চ করতে পারবেন।

৩.প্রয়োজনীয় ফাইল সংরক্ষন করে রাখতে পারবে।

৪. এখানে ২জিবি পর্যন্ত ফাইল শেয়ারিং করা যায়।

৫. এছাড়াও রয়েছে অনন্য ফিচার Telegram Bot , All in one

এছাড়াও আপনাদের মূল সুবিধা হল আপনারা টেলিগ্রাম Apps এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তো উপরোক্ত আলোচনার মাধ্যমে সাধারণত টেলিগ্রাম এর কর্মকাণ্ডগুলো আলোচনা করলাম। এখন আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে টেলিগ্রাম  (Telegram) অ্যাপস এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়।

টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম :

টেলিগ্রাম অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চবারে টেলিগ্রাম (Telegram) অ্যাপ লিখে সার্চ করুন। তাহলে প্রথমে টেলিগ্রাম অ্যাপসটি আপনার সামনে প্রদর্শিত হবে।

  • তারপর অ্যাপসটিতে লগইন করুন
  • সর্বপ্রথম আপনি আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে অ্যাপসটি
  • আপনার নাম ঠিকানা দিন
  • একটি ইমেল এড্রেস দেন
  • পাসওয়ার্ড দিন

তারপর নাম্বার ভেরিফিকেশন আসবে নাম্বারটি দেবার পর আপনার সীমে কোড আসবে। সে কোড টি দিয়ে আপনার একাউন্টে ভেরিফিকেশন করে নেন তারপরে আপনার পাসওয়ার্ড এবং gmail নাম্বার দিয়ে একাউন্টে প্রবেশ করতে পারবেন।

টাকা ইনকাম করার সাইট ২০২২ | ওয়েবসাইট হতে টাকা ইনকাম

টেলিগ্রাম (Telegram) থেকে ইনকাম করার উপায়

টেলিগ্রাম অ্যাপস থেকে ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথম টেলিগ্রাম অ্যাপসে চ্যানেল খুলতে হবে। বা আপনার পছন্দমত গ্রুপ ক্রিয়েট করতে হবে তবে হা youtube এবং facebook এর মত আপনাকে টেলিগ্রাম এপ্সে ফলোয়ার বা ফ্রেন্ড বাড়াতে হবে। যত বেশি ফলোয়ার বানাবেন তত বেশি ইনকাম করার সুযোগ রয়েছে এই টেলিগ্রাম অ্যাপটির মাধ্যমে। তো আপনার মেধা খাটিয়ে দক্ষতা দেখিয়ে যত বেশি টেলিগ্রাম এপ্স এর ফ্রেন্ড বা ফলোয়ার বা বৃদ্ধিতে সহায়তা করুন। আবারো বলে রাখি যত বেশি ফলোয়ার হয় তত টাকা বেশি ইনকাম

১। টেলিগ্রামে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম :

এফিলিয়েট মার্কেটিং বলতে বোঝায় বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্ট তাদের প্রোডাক্ট এর লিংক শেয়ার করে কেনাবেচা করাকে বোঝায়। বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো আপনি আপনার টেলিগ্রাম অ্যাপসে সেগুলোর লিংক শেয়ার করবেন সেই শেয়ারকৃত লিংক থেকে যদি আপনার ফলোয়ারন পোডাক্ট ক্রয় করে তবে আপনি সেই কোম্পানি থেকে কমিশন পাবেন।

সেই কমিশন এর টাকাটাই আপনার ইনকাম হবে।তো এফিলিয়েট মার্কেটিং বলতে বোঝানো হলো কোন কোম্পানির পণ্য প্রোডাক্ট করে আপনি টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারবেন। কোন কোম্পানির প্রোডাক্ট এর পণ্যটি লিংক কপি করে আপনি আপনার টেলিগ্রাম একাউন্ট বা গ্রুপে শেয়ার করবেন এখান থেকে আপনার ফ্রেন্ড বা ফলোয়াররা সরাসরি লিংক থেকে যেকোনো পণ্য অর্ডার করলেই আপনার টাকা ইনকাম হবে।

অনলাইনে টাকা আয় করার apps ২০২২ – টাকা আয় করার অ্যাপস (apps)

২।(স্পনসরশিপ) Sponsorship :

স্পনসরশিপ বলতে বোঝায় কোন কোম্পানি তাদের প্রচার-প্রচারনার জন্য আপনাকে সিলেক্ট করবে। আপনার যত বেশি সাবস্ক্রাইবার হবে বা ফলোয়ার হবে তারা তত বেশি আপনাকে নজরে রাখবে। তো আরেকটু ভালোভাবে বলি স্পন্সারসিম হলো কোন কোম্পানিকে রিপ্রেজেন্ট করা। আপনার টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে আপনার ফ্রেন্ডরা সেই কোম্পানি বিভিন্ন প্রোডাক্টগুলোকে রিভিউ দিয়ে দেবার মাধ্যমে কোম্পানিটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটাই হলো স্পন্সার শিপ। এর জন্য আপনাকে বিপুল পরিমাণ ফলোয়ার তৈরি করতে হবে

৩।(ক্রস প্রমোশন) Cross promotion

ক্রস প্রমোশন বলতে আমরা সাধারণত বুঝি আপনি যে ধরনের ক্যাটাগরিতে টেলিগ্রাম একাউন্ট তৈরি করেছেন সেই ক্যাটাগরির বিভিন্ন চ্যানেল যেগুলো নিম্নমানের রয়েছে সেগুলোকে আপনি প্রমোট করার মাধ্যমে উন্নত করবেন। ক আপনার ফলোয়াররা সে চ্যানেলগুলো ফলো করবে এরফলে সে চ্যানেলটি গ্রো করবে। তো আপনারা এ ধরনের কাজ করে বা ক্রস প্রমোশনের মাধ্যমে টেলিগ্রাম অ্যাপস থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ফেসবুক থেকে আয় করার উপায়

৪।অনলাইন ব্যবসা টেলিগ্রামের প্রমোট করে ইনকাম :

টেলিগ্রাম (Telegram) এ আপনি আপনার নিজের প্রোডাক্ট গুলো সেল করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। সেখানে সে প্রোডাক্টগুলো লিংক শেয়ার করে আপনি ওয়েবসাইটে দিতে পারবেন। এছাড়াও আপনারা টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ সেল করার মাধ্যমে বেশ ইনকাম করতে পারবেন।

টেলিগ্রাম গ্রুপ বা চ্যনেলে যেগুলো হতে বিরত থাকবেন :

  • প্রতিদিন কন্টেন্ট করলেও এক দিনে বেশি কন্টেন্ট করা উচিৎ না, যাতে subscriberরা বিরক্ত হয়।
  • আপনার ক্যাটাগরির এর বাইরের অন্য কিছু post করবেননা। এতে আপনি subscriber হারায় যাবেন।
  • সবসময় অন্য channel এর কন্টেন্ট শেয়ার করা যাবেনা।
  • আলাদা কিছু করুন, যাতে আপনার subscriberরা আগ্রহ না হারায়।

টেলিগ্রাম একটি উচু মানের প্লাটফর্ম তাই এখানে নিম্মমানের কনটেন্ট শেয়ার করবেননা। উচু মানের কন্টেন্ট তৈরি করুন, যাতে আপনার প্রতিযোগীদের মধ্যে থেকে আপনার প্রতি মানুষের বেশি আগ্রহ তৈরি হয়।

আরো দেখুন : কিভাবে ইনস্টাগ্রাম (Instagram) থেকে টাকা আয় করবেন জেনে রাখুন

Mehebur Hasan Siam

My only passion is to be Successful Freelancer. I write Content about all Educational News and Information. I'm working on this Website since July 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button