এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল দেখার নিয়ম ২০২৩ | HSC পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩
HSC/Dakhil/Vocational বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল দেখার নিয়ম ২০২৩ | HSC পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ – বাংলাদেশের পরীক্ষা ব্যবস্থা সাজানো হয়েছে কয়েকটি ধাপে ভাগ করে। প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা নেয়া, খাতা দেখা, ফলাফল দেয়া– এসব ধাপের পর আবার স্বচ্ছতা নিশ্চয়তা দেয়ার জন্য ফলাফল চ্যালেঞ্জের ব্যবস্থা রাখা হয়েছে। বোর্ড পরীক্ষাগুলোতে শিক্ষা মন্ত্রনালয় শিক্ষার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগ করে দিয়েছে। আজ আমরা এই পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করার বিস্তারিত পদ্ধতি আলোচনা করবো।
একটি শিক্ষাব্যবস্থায় পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কে কতটুকু জ্ঞান অর্জন করতে পারলো সেটার ধারণা পাওয়া যায়। একটি পর্যায়ে শিক্ষাগ্রহণের জন্য ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থী পুরো কোর্স সময়কালে শিক্ষা অর্জন করে। পাঠদান কার্যক্রম শেষ হওয়ার পর তাদের পরীক্ষা নেয়া হয় দক্ষতার ভিত্তিতে আলাদা করার জন্য। পরীক্ষায় অংশগ্রহণের পর ফলাফল প্রকাশের মাধ্যমে জানিয়ে দেয়া হয়, কারা সাফল্যের সাথে শেখার কাজটা সম্পন্ন করতে পেরেছে এবং কারা পারে নি। এভাবেই সকল শিক্ষাব্যবস্থার কার্যক্রম চলে আসছে।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল দেখার নিয়ম ২০২৩
উচ্চমাধ্যমিক পরীক্ষা বা এইচএসসি পরীক্ষাও এর ব্যতিক্রম নয়। করোনা মহামারীর প্রভাবের কারণে কিছুটা দেরিতে হলেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ইতোমধ্যে এ পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়ে গেছে। সবগুলো ধাপ অতিক্রম করে যারা উত্তীর্ণ হতে পেরেছে, সেসকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি।
তবে, পুরো দেশের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া, শিক্ষকদের খাতা বন্টন করে দেয়া থেকে শুরু করে ফলাফল তৈরি করা এবং প্রকাশ করা– পুরো কাজটি খুবই সময় সাপেক্ষ এবং বড়সড় কাজ। এধরণের কাজে বিভিন্ন ফাঁকফোকড়ে কিছু ভুল ভ্রান্তি থেকে যেতে পারে। খাতা দেখা, নম্বর প্রদান ইত্যাদি কাজে ছোটখাটো ভুলভ্রান্তি রয়ে যেতে পারে। এসব কারণে, অনেকেই তাদের কাঙ্খিত ফলাফল পায় না। যা শিক্ষার্থীর মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়।
HSC পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩
এইধরণের ভুলগুলো শোধরানোর জন্যই রয়েছে ফলাফল চ্যালেঞ্জ করার ব্যবস্থা। যেসব শিক্ষার্থী মনে করছে যে, তারা তাদের কাঙ্খিত ফলাফল পায় নি– তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারে। এতে ফলাফল পরিবর্তন সম্ভব। আজ আমরা তাদের সুবিধার কথা মাথায় রেখে, বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করবো।
এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি :
এইচএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করার জন্য বা পুনঃনিরীক্ষণের আবেদন করার জন্য মোবাইল এসএমএসের মাধ্যমে ম্যাসেজ করতে হবে। অনলাইনে আবেদন করা যায় না। এবং এই আবেদন শুধু টেলিটক সিম থেকেই করা যাবে। অন্যকোনো সিম ব্যবহার করা যাবে না।
HSC/Dakhil/Vocational বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম
নিচে পুনঃনিরীক্ষণের আবেদন করার ধাপগুলো তুলে ধরা হলো–
- প্রথমে টেলিটক সংযোগের একটি মোবাইল ফোন সংগ্রহ করতে হবে। অনেক কম্পিউটারের দোকানেও এ ব্যাপারে সাহায্য পাওয়া যাবে।
- মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিতে হবে
- স্পেস দেয়ার পর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। অনেকটা এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার মতো করে।
- এরপর আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে।
- এরপর স্পেস দিয়ে যেসব বিষয়ে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, সেসব বিষয়ের বিষয় কোড লিখতে হবে। একাধিক বিষয়ে চ্যালেঞ্জ করতে চাইলে কমা দিয়ে সবগুলো লিখতে হবে
- পরে উক্ত ম্যাসেজটি পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।
- এরপর একটি ফিরতি ম্যাসেজ পাওয়া যাবে কত টাকা কেটে নেয়া হবে এটি জানিয়ে। তার পাশাপাশি, একটি পিনকোড ও দেয়া হবে।
- এতে সম্মত থাকলে আবার ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখতে হবে। এরপর স্পেস দিয়ে pin কোডটা লিখতে হবে। আবার স্পেস দিয়ে আপনার কন্টাক্ট নাম্বার দিতে হবে। এবং শেষে, উক্ত ম্যাসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে
প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা করে কেটে নেয়া হবে৷ প্রথম পত্র, দ্বিতীয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজনীয়তা নেই।
এভাবে ধাপে খুব সহজে পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করা যায়। তাই, দ্রুত খুব সহজে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ফেলুন, যদি মনে হয় আশানুরূপ ফলাফল আসে নি।