Ramadan Calendar 2022 – রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ | সমগ্র মুসলিমদের কাছে রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাসের তাৎপর্য ও গুরুত্ব অনেক। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস ও নাজাতের মাস। ইসলামের পাঁচটি ফরজ এর মধ্যে অন্যতম হলো রমজান বা রোজা। প্রত্যেক মুসলমানের উপর রোজা ফরয করা হয়েছে। রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
আজকে আমরা রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ পিডিএফ আকারে প্রকাশ করেছি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ২০২২ সালের সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে যা আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেহেতু খুব শীঘ্রই রমজান মাসের রোজা শুরু হবে তাই সকল মুসলিমদের সুবিধার্থে আজকে আমরা ২০২২ সালের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করছি।
রমজান ২০২২ কত তারিখে হবে?
আমরা সকলেই অবগত হিজরী মাসগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল। ২০২২ রোজা কত তারিখে শুরু হবে অনেকে জানতে চাচ্ছে। কত তারিখে ২০২২ সালের রোজা শুরু হবে আনুমানিক তারিখ আপনাদের জানাবো।
হিজরি সনের রমজান মাসে আমরা রোজা বা সিয়াম পালন করে থাকি। কিন্তু এই সিয়াম নির্ভর করবে সম্পূর্ণ চাঁদ দেখার উপর। এছাড়া অন্য একটি হিসাবে আমরা সিয়াম পালন করতে পারি। যদিওবা আমাদের চাদের উপর নির্ভর করতে হয়।
২০২২ সালের রমজান মাসের রোজা শুরু হবে ৩/৪ এপ্রিল থেকে। কত তারিখে রমজান মাসে রোজা শুরু হবে তা নির্ভর করবে চাঁদ দেখার উপর। ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে 2022 সালের রমজান মাসের ক্যালেন্ডার ও সেহরি ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী এপ্রিল মাসের 3 অথবা 4 তারিখ থেকে রোজা শুরু হবে। তবে যেহেতু চাঁদ দেখার উপর রমজান মাস নির্ভরশীল তাই তিন অথবা 4 তারিখ পহেলা রমজান শুরু হবে বলে জানায়।
Ramadan Calendar 2022
আজকে আর্টিকেল এর মাধ্যমে আমরা রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ পিডিএফ আকারে প্রকাশ করেছি।কত তারিখে রমজান শুরু হবে? এখানে থেকে জানতে পারবেন। ২০২২ সালের প্রথম রোজা অনুষ্ঠিত হবে 3 অথবা 4 এপ্রিল। সম্পূর্ণ নির্ভর করবে চাঁদ দেখার উপর। ইতোমধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ প্রকাশ করা হয়েছে।
যেহেতু খুব শীঘ্রই রমজান মাস শুরু হবে তাই সকল মুসলিমদের সুবিধার্থে এখন আমরা রামাদান ক্যালেন্ডার ২০২২ করছি। প্রত্যেক মুসলমান উম্মার কাছে সবচেয়ে আনন্দের মাস হল রমযান।
মাহে রমজান ২০২২ সময়সূচী
প্রত্যেক মুসলমান ব্যক্তির কাছে রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাসের ফজিলত ও তাৎপর্য অনেক। ২০২২ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী মাসের ০৩/০৪ এপ্রিল থেকে রমজান মাস শুরু হবে। তবে অবশ্যই রমজান মাস পালন করা হবে সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে।
যেহেতু আর কিছুদিন পর রমজান মাস শুরু হবে তাই প্রত্যেক মুসলমান ব্যক্তির সুবিধার্থে আমাদের ওয়েবসাইট থেকে রমজান মাসের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এখান থেকে আপনারা সকল বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি পাবেন।
রোজার নিয়ত :
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ- নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।
বাংলায় নিয়ত :
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
Iftar Doa – ইফতারের দোয়া
اللهم لك صمت و على رزقك افطرتاللهم لك صمت و على رزقك افطرت
উচ্চারণ- আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।
ইফতারের বাংলা দোয়া
হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমজানের ফরজ রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর “বিসমিল্লাহি ওয়া’আলা বারাকাতিল্লাহ” বলে ইফতার করা।