এইমাত্র : প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশিত
২য় ধাপ প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ প্রকাশিত – www.dpe.gov.bd
২য় ধাপ প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২
দ্বিতীয় ধাপে পরীক্ষা সর্ব মোট 80 নম্বরের অনুষ্ঠিত হয়েছে এমসিকিউ এবং লিখিত প্রশ্নে। যে সকল প্রার্থী দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল চেক করতে পারবে।
লিখিত ও mcq প্রশ্নের পাশকৃত প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হবেন। তিনটি ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হলে মৌখিক পরীক্ষা শুরু হবে। দেশের সকল জেলার মৌখিক পরীক্ষায় একসাথে নেয়া হবে বলে জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল পেতে যাচ্ছেন তাদেরকে বলব সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে পড়ুন।
২য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ দেখার নিয়ম
প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ প্রশ্নের মানবন্টন
- বাংলা ২০নাম্বার,
- গণিত ২০নাম্বার,
- ইংরেজি ২০নাম্বার,
- সাধারণ জ্ঞানের ২০নাম্বার,
প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ফলাফল ২০২২ ২য় ধাপ দেখার নিয়ম
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দেখতে http://www.dpe.gov.bd/site/view/notices এই লিংকে ক্লিক করতে হবে।
- “প্রাথমিক পরীক্ষার ফলাফল 2022 PDF” বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
- আপনার রোল নাম্বার প্রদান করুন
- সর্বশেষ ফলাফল পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
www.dpe.teletalk.com.bd result 2022
সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার জেলার তালিকা
১। নওগাঁ (আংশিক) ২। রাজশাহী (সম্পূর্ণ) ৩। নাটোর (আংশিক) ৪। সিরাজগঞ্জ (অবশিষ্ট আংশিক) ৫। কুষ্টিয়া (আংশিক) ৬। খুলনা (সম্পূর্ণ) ৭। ঝিনাইদহ (আংশিক) ৮। যশোর (অবশিষ্ট আংশিক) ৯। সাতক্ষীরা (আংশিক) ১০। বাগেরহাট (আংশিক) ১১। জামালপুর (আংশিক) ১২। ময়মনসিংহ (অবশিষ্ট আংশিক) ১৩। নেত্রকোনা (অবশিষ্ট আংশিক) ১৪। কিশোরগঞ্জ (অবশিষ্ট আংশিক) ১৫। টাঙ্গাইল (অবশিষ্ট আংশিক) ১৬। রাজবাড়ী (আংশিক)১৭। ফরিদপুর (সম্পূর্ণ) ১৮। কুমিল্লা (অবশিষ্ট আংশিক) ১৯। নোয়াখালী (অবশিষ্ট আংশিক) ২০। ব্রাহ্মণবাড়িয়া (সম্পূর্ণ) ২১। চাঁদপুর (সম্পূর্ণ) ২২। বরিশাল (সম্পূর্ণ) ২৩। পিরোজপুর (আংশিক) ২৪। পটুয়াখালী (আংশিক) ২৫। সুনামগঞ্জ (আংশিক) ২৬। হবিগঞ্জ (আংশিক) ২৭। সিলেট (সম্পূর্ণ) = বন্যার কারণে স্থগিত ২৮। রংপুর (সম্পূর্ণ) ২৯। কুড়িগ্রাম (আংশিক) ৩০। গাইবান্ধা (আংশিক)
Govt Primary School Teacher Result 2022 Published by www.dpe.gov.bd/results