কম্পিউটার/ল্যাপটপে বাংলা লেখার নিয়ম ২০২২ (বাংলা টাইপিং)
কম্পিউটারে বাংলা ভাষার টাইপিং করার নিয়ম
কম্পিউটার/ল্যাপটপে বাংলা লেখার নিয়ম ২০২২ (বাংলা টাইপিং) | কম্পিউটারে বাংলা লিখতে হলে প্রথমেই প্রয়োজন হবে বাংলা টাইপিং সফটওয়্যার ও বাংলা লে-আউট সম্বলিত কিবোর্ড। আজকে আমরা আপনাদের মাঝে বিজয় এবং অভ্র কিবোর্ড এর মাধ্যমে আপনারা কিভাবে কম্পিউটারে বাংলা ভাষা লিখবেন সে সম্পর্কে আলোচনা করতে চলেছি।
বর্তমানে ইংরেজি ভাষায় পাশাপাশি বাংলা ভাষার গুরুত্ব অনেক অংশে বৃদ্ধি পেয়েছে আপনারা চাকরি বা যেকোনো ধরনের কাজের জন্য বাংলা ভাষার প্রয়োজন পড়ে তো কিভাবে খুব সহজে বাংলা ভাষা টাইপিং করবেন সে সম্পর্কে যদি আপনারাও অবগত হতে চান তবে আমাদের আর্টিকেলটি আপনাদের জন্য সাজানো হয়েছে। এই আর্টিকেলটি আপনারা মনোযোগ সহকারে বাংলা ভাষা লেখার সকল প্রকার সহজ নিয়মগুলো জেনে নিন । আজকের এই আর্টিকেল রি পড়ার মাধ্যমে আপনার বাংলা ভাষা লেখাতে অনেক পারদর্শী হবেন ।
কম্পিউটার/ল্যাপটপে বাংলা লেখার নিয়ম
বর্তমানে যেকোনো ধরনের চাকরি ফ্রিল্যান্সিং বা যেকোনো ধরনের কাজের জন্য ইংরেজি ভাষায় পাশাপাশি বাংলা ভাষা জানা বাধ্যতামূলক। বাংলা ভাষার জন্য আপনাদেরকে আপনার সাধারণত অভ্র এবং বিজয় কিবোর্ড ব্যবহার করে থাকেন তো এই দুটি কিবোর্ড কিভাবে আপনারা সহজে ব্যবহার করতে পারবেন এবং খুবই দ্রুত স্পিডে বাংলা ভাষায় টাইপ করতে পারবেন সে নিয়মটি আপনাদের মাঝে আলোচনা করে আমাদের আজকের মূল উদ্দেশ্য আসুন আর দেরি না করে আজকের আলোচনাটি শুরু করা যাক।
আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে বিজয় এবং অভদ্র দুটি কিবোর্ড এর মাধ্যমে বাংলা ভাষা লেখার নিয়ম সম্পর্কে অবহিত করতে চলেছে। দেরি না করে আসুন আমরা আলোচনায় ফিরে যাই। বিজয় কিবোর্ড এর সাহায্যে বাংলা ভাষা লেখা ।বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত বা সরকারি কর্মকান্ডে বিজয় কিবোর্ড এর সাহায্যে লেখা হয়ে থাকে । উচিত এই নিয়মটি সম্পর্কে জেনে রাখা সর্বপ্রথম আমাদের উচিত বিজয় কিবোর্ড ডাউনলোড করা এবং এটি সেটআপ করা ।
কম্পিউটারে বাংলা ভাষার টাইপিং করার নিয়ম
মনে রাখবেন বিজয় কিবোর্ড এ সাধারণত দুটি নিয়ম থাকে একটি হচ্ছে বিজয় ক্লাসিক এবং একটি বিজয় ইউনিকোড। আপনারা যে কোন একটি নিয়ম ফলো করে বাংলা ভাষা লিখতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড লেখার জন্য বিজয় ক্লাসিক ব্যবহার করা হয়ে থাকে। যেকোনো অনলাইন সংক্রান্ত কাজের জন্য বিজয় ইউনিকোড ব্যবহার করা হয়ে থাকে ।
বিজয় কিবোর্ড আপনাদের সেটআপ হয়ে গেলে মাইক্রোসফট অফিস চালু করুন। এখন মূল বিষয়কে কিভাবে আপনারা সেটআপ করবেন সেটি দেখে নিন। বিজয় ক্লাসিক অপশনটি চালু করতে হলে Ctrl+Alt+B বাটন একসাথে চাপতে হবে। আর বিজয় ইউনিকোডে লিখলে SutonnyMJ আপনাদের লেখাগুলো ডিফল্টভাবে দেখাবে। আপনারা যদি আপনাদের লেখাগুলো অনলাইন বা অন্য কথা লিখতে চান তবে আপনাদেরকে বিজয় ইউনিকোড ব্যবহার করতে হবে। আপনাদের কিবোর্ড কি Ctrl+Alt+V এ বাটনগুলো একসাথে চেপে ধরতে হবে।
বাংলা থেকে পুনরায় ইংরেজিতে যাবার জন্য যে শর্টকাটটি ব্যবহার করছেন সেই শর্টকাট কি চাপ দিলে আবার আপনাদের কিবোর্ডকে ইংরেজিতে ফিরে আসবে। আশাকরি আপনারা বিজয় কিবোর্ড এর সাজে বাংলা লেখার নিয়ম যে সম্পর্কে জেনে নিতে পেরেছেন ।
অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা ভাষা লেখার নিয়ম : কম্পিউটারে অভ্র কিবোর্ড এর সাহায্যে বাংলা ভাষা লিখতে হলে সর্বপ্রথম অভ্র কিবোর্ডকে আপনাকে ডাউনলোড করতে হবে। সম্পন্ন সেটআপ করতে হবে । অভ্র কিবোর্ড এ লেখার জন্য আমরা সাধারনত Avro Phonetic শান্তি ব্যবহার করে থাকি যা মোবাইলে রিদমিক কিবোর্ড এর মত হয়ে থাকে।
অভ্র কিবোর্ডে বাংলা লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নিন। এপর্যায়ে লেখালেখি শুরু করার আগে অভ্রতে Avro Phonetic সেট করার জন্য কিবোর্ড থেকে F12 শর্টকাট বাটন চাপতে হবে। এবার অনায়াসে বাংলা লিখতে পারবেন। আবার ইংরেজিতে ফিরে যেতে F12 বাটন চাপতে হবে। এ পদ্ধতিতে আপনারা সহজেই কম্পিউটারে অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা ভাষায় টাইপ করতে পারবেন।।
বিজয় কিবোর্ড যুক্তবর্ণসমূহ :
ক্ত (ক+ত) = J+G+K =রক্ত
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) =ক্ষয়
হ্ম (হ+ম) = I+G+M =ব্রাহ্মণ
ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M
জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) =জ্ঞান
ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U =ব্যঞ্জন
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y =কাঞ্চন
ব্ব (ব+ব) = H+G+H =গহ্বর
ল্ল (ল+ল) = (Shift+V)+G+(Shift+V) =উল্ল্যেখযোগ্য
ত্ত (ত+ত) = K+G+K =উত্তর
ত্র (ত+র) = k+Z= একতারা
হৃ (হ+ ঋ) = I+A
সূহ্রদ ক্র (ক+র) = J+Z =ক্রিকেট
ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z =মন্ত্র
দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) =দগ্ধ
অভ্র কিবোর্ড যুক্তবর্ণ :
ক্ট্র = kTr; যেমন:- অক্ট্রয়
ক্ত = kt; যেমন:- রক্ত
ক্ত্র = ktr; যেমন:- বক্ত্র
ক্ন = kn; যেমন:- বাচক্নবী
ক্ব = kw; যেমন:- পক্ব, ক্বণ
ক্ম = km; যেমন:- রুক্মিণী
ক্য = kZ; যেমন:- বাক্য
ক্র = kr; যেমন:- চক্র
ক্ষ = kkh; যেমন:- পক্ষ
ক্ষণ = kkhN;
ক্ষ্ম = kkhm; যেমন: -লক্ষ্মী (kkhmi)
ক্ষ্ম্য = kkhmZ; যেমন:- সৌক্ষ্ম্য
ক্ষ্য = kkhZ; যেমন:- লক্ষ্য
ক্স = ks; যেমন:- বাক্স
খ্য =khZ; যেমন:- সখ্য
খ্র = khrr যেমন; যেমন:- খ্রিস্টান
গ্ণ = g,,N; যেমন –= রুগ্ণ
গ্ধ = gdho; যেমন:_ মুগ্ধ
গ্ধ্য = gdhZ; যেমন:- বৈদগ্ধ্য
গ্ধ্র = g,,dhr; যেমন:- দোগ্ধ্রী
এই যুক্তবর্ণ গুলো ভালো করার মাধ্যমে খুব সহজেই বিজয় এবং অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা ভাষা টাইপ করতে পারবেন।